আগেই বলে নিচ্ছি যে আমার লেখালেখির অভাস নেই। লেখাটি আমার সামুতে প্রথম অভিজ্ঞতা নিয়ে লেখা।
সামু তে এক সপ্তাহ আগে জয়েন করলাম। প্রোফাইল এক্টিভেট করার পর থেকে আর লগ ইন করতে পারলাম না। লগ ইন করতে গেলে বলে আমার নাকি পাসওয়ারড ভুল। পাসওয়ারড রিসেট করলাম কয়েকবার কিন্তু কোনোই লাভ হোলো না। কোনো সমসা তে জানিয়েও কোনো লাভ হোলো না। টিকেট নাম্বার নিয়ে বসে রইলাম ৪ দিন। ইমেইল পাঠাবারও কোনো ঠিকানা পেলাম না। পরে সামুর মেইন সাইট এ মেইল করলাম। কোনো লাভ হয় নি। শেষ পর্যন্ত http://www.somewhereinbangladesh.net/community এই সাইট এ গিয়ে পাসওয়ারড পরিবর্তন করলাম। এখন লগ ইন করতে পারছি।
এখন দেখি আমি কোথাও কমেন্ট করতে পারি না। সামু যদি একজন ইউসার এর একাধিক রেজিস্ট্রেশন সাপোরট করে তাহলে নতুন দের পোস্ট করতে না দেবার কারন টা ঠিক বুঝলাম না। অন্তত কমেন্ট তো করতে দিতে পারে।
এই লেখাটি সম্পুর্ণ আমার নিজের মতামত। আশা করি কর্তৃপক্ষ একটু সজাগ হবেন।