১) এই ব্লগে প্রথম যখন জন্মাই, নতুন পোলা (Watch) নাম নিয়ে তখন হা করে দেখা আর গেলা ছাড়া কিছুই করতে পারতাম না, কারন আ্যডমিন নাকি দেখে আমরা জন্মানোর পরেই অভদ্র আচরন করি কিনা, অভদ্র আচরন করলেই শিশুকালেই গলা টিপে মেরে ফেলবে.
২) যখন ইয়ং পোলা (General) হলাম তখন রাস্তার মোড়ে (প্রথম পাতা)মাইয়াগুলাকে হা করে দেখতে পারতাম, কিন্তু আমিও তাদের সঙ্গে যেতে পারতাম না(প্রথম পাতা আ্যকসেস),একটু কিছু করতে গেলেই পাড়ার ভীমদা গাট্ট্রা(আ্যাডমিনের দাদাগিরি) মারত.
৩) এবার যখন নিরাপদ পোলা (Safe) হলাম ,এবার আমায় দেখে কে ,যাই করি না কেন আমার সাত খুন মাফ.”শালা এদমিন এত্তদিন আমারে এটকে রেখচিলিস,তুই সামনে আয় তোর গুষ্টি পুজো করবো”- টাইপের মনোভাব .কিন্তু সেটা আর বাস্তবে করা হয়ে ওঠে না, যতই হোক আমার মালিক তো বটে.এখন তাই খাই দাই আর মনের সুখে ব্লগুম ব্লগুম করি.
৪) এখনও পর্যন্ত অভদ্র পোলার (Blocked). তকমা পাই নাই,তবে প্রতি নিয়ত ভয়ে থাকি কখন আমার পিঠে অভদ্র পোলার স্ট্যাম্প মেরে দেয় যে হারে ছবি ব্লগগুলা দিচ্ছি ১৮+ এর স্ট্যাম্প দিয়া .
আমার মনে যে প্রশ্নগুলা জাগে
১)
আমি কি আগে খুন কইরাছিলাম না,ডাকাতি কইরাছিলাম যে আ্যাডমিন আমাকে “আপনি একজন নিরাপদ ব্লগার” বলে সার্টিফিকেট দিচ্ছে.
২)
স্লাইডারের মাঝে ওই গ্যাপটুকু কেন থাকে, মাঝে মাঝে মনে প্রশ্ন আসে “আমি কি তবে পুরাপুরি Safe না” আর কতদিন যাবে ওই গ্যাপটুকু পুরন হতে।
৩) নতুন ব্লগারের কোনো পোস্টে মন্তব্য করা প্রসঙ্গে “আপনি মন্তব্য ...... কিছু ......সাময়িক ব্যবস্হা নেওয়া হয়েছে”.
এখানে আমার প্রশ্ন আমি সেই ৩-৪ বছর আগে থেকে দেখে আসছি. আ্যাডমিন সাময়িক বলতে কত বছর বুঝিয়েছেন তা আমার ধারনার বাইরে
ব্লগার দাদা-ভাই আপনারাই এই উত্তরগুলা একটু দেন দেখি, কারন মডু ভিলেন তো আর দেবে না....।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৩