শুভ সন্ধ্যা পাঠক-পাঠিকা গণ। আশা করি সবাই ভাল আছেন এই কুসুম কুসুম শীতস্নাত সন্ধ্যায়। আজ ছিল শুক্রবার, পাবলিক হলিডে। সারা সপ্তাহ অফিস থাকার কারণে গার্লফ্রেন্ড এর সাথে দেখা করার ডেট এই পাবলিক হলিডে ছাড়া আর সম্ভব হয়ে উঠে না। আজও আমি অন্যান্য হলিডে এর মত তার সহিত দেখা করতে যাচ্ছিলাম। কিন্তু পথিমধ্যে কাঁঠাল বাগান বাজারে ঢুকার মুখে দেওয়ালে একটা পোস্টার দেখে রীতিমত ভ্যাবাচ্যাকা খেলাম।



পোস্টারটি ছিলো একটি সমালোচিত ইসলামী সংগঠন "হীযবুত তাহরীর"। পোস্টারটির গায়ে লেখা -
'টিপাইমুখ বাঁধ সহ ভারতের সকল আগ্রাসন বন্ধ করতে
ভারতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে'
নিচে বড় করে একটা ভারতের মানচিত্র আঁকা। যার মাঝে দুইটি পতাকা। পতাকা দুইটায় আরবীতে কি জানি লেখা যা আমার বোধগম্য হলো না।

আমার প্রশ্ন হলো এই সংগঠন টি কি অবৈধ? অবৈধ হলে তারা কিভাবে এরকম করে পোস্টার লাগাতে পারে?
পোস্টারটি প্রথমবার দেখে আমার হাসিই পাইছিলো। বাংলাদেশের মতন একটা ছোট্ট রাষ্ট্রে তারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারলো না। চলেছে ভারতের মত একটা বিশাল দেশে ইসলাম প্রতিষ্ঠা করাতে।



