শুরুতে কিছুই ছিল না, শুধু শুন্যতা ও অন্ধকার ছাড়া। সেই শুন্যতার মাঝে শুন্যতা হতেই জন্ম নিল এক পাখি, নিক্স তার নাম। পাখিটির সারাদেহে ছিল ঘন কালো রঙের পালক, ঘন কালো একজোড়া চোখ আর ঘন কালো রঙের ঠোঁট। নিকশ কালো শুন্যতার সাথে মিলে মিশে একাকার। সেই নিক্সই একদিন কোন এক অদ্ভুত খেয়ালে গর্ভধারণ করলো। জন্ম হলো একটি সোনালী ডিমের। শুন্যতার মাঝেই বসে বসে নি:সঙ্গ নিক্স তা দিয়ে চললো তার সোনালী ডিমটিকে, যুগ যুগান্তর ধরে। একসময় ডিমের ভেতরে প্রাণ জেগে উঠলো, জন্ম হলো প্রেম ও কামের, যার নাম ইরোস। ডিমের খোসার উপরের অংশ উঠে গেল উপরের দিকে, পরিণত হলো আকাশে; আর বাকি অংশ পরে রইলো নিচে, পরিণত হলো পৃথিবীতে। ইরোস আকাশের নাম দিলেন ওরানোস। আর পৃথিবীর নাম দিলেন গায়া। এরপর তাদের অন্তরে দিলেন পরস্পরের প্রতি তীব্র আকাঙ্খা, যার নাম দিলেন ভালোবাসা।
ভালোবাসার টানে প্রতি রাতে চলে গায়া এবং ওরানোসের অভিসার। পরম মমতায় ওরানোস ঢেকে রাখে গায়াকে। রাতভর চলে তাদের ভালোবাসার আদান প্রদান। আর নিয়মিত বিরতিতে গায়া জন্ম দিয়ে যায় ওরানোস এর ভালবাসার ফসল। এভাবে একে একে জন্মালো শক্তিমান ও সুদর্শন ছয়জন পুত্র ও ছয়জন কন্যাসন্তান। গায়া তাদের সাধারণ নাম দিলেন টাইটান। সন্তানদের প্রতি ওরানোস এর মোহ কমতে লাগলো, পাল্লা দিয়ে বাড়তে লাগলো গায়ার মমত্ববোধ। ওরানোসের মনে জন্মালো ইর্ষা। বিশুদ্ধ ভালোবাসা হারিয়ে, ইর্ষা মিশ্রিত কামের ফল ভালো হলো না। গায়া জন্ম দিতে শুরু করলো বিকৃত সন্তানের, ১০০ হাত বিশিষ্ট হেকাটনকাইরদের জন্ম হওয়ার পর ওরানোস ঘৃণা করতে শুরু করলো নিজের সন্তানদের।ভালোবাসার টানে প্রতি রাতে চলে গায়া এবং ওরানোসের অভিসার। পরম মমতায় ওরানোস ঢেকে রাখে গায়াকে। রাতভর চলে তাদের ভালোবাসার আদান প্রদান। আর নিয়মিত বিরতিতে গায়া জন্ম দিয়ে যায় ওরানোস এর ভালবাসার ফসল। এভাবে একে একে জন্মালো শক্তিমান ও সুদর্শন ছয়জন পুত্র ও ছয়জন কন্যাসন্তান। গায়া তাদের সাধারণ নাম দিলেন টাইটান। সন্তানদের প্রতি ওরানোস এর মোহ কমতে লাগলো, পাল্লা দিয়ে বাড়তে লাগলো গায়ার মমত্ববোধ। ওরানোসের মনে জন্মালো ইর্ষা। বিশুদ্ধ ভালোবাসা হারিয়ে, ইর্ষা মিশ্রিত কামের ফল ভালো হলো না। গায়া জন্ম দিতে শুরু করলো বিকৃত সন্তানের, ১০০ হাত বিশিষ্ট হেকাটনকাইরদের জন্ম হওয়ার পর ওরানোস ঘৃণা করতে শুরু করলো নিজের সন্তানদের। ফল হলো আরো ভয়াবহ। জন্ম নিল এক চোখ বিশিষ্ট দানব সাইক্লপসদের। রাগে ক্ষোভে ওরানোস বন্দী করলো তার কনিষ্ঠ সন্তানদের, বেঁধে রাখলো গায়ার গর্ভের অভ্যন্তরে টারটারাস নামক গহ্বরে। সন্তানের দু:খে ব্যাথিত হলো ধরিত্রীদেবী। বিদ্রোহ করলো স্বামী ওরানোসের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে।
(চলবে...)
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:০৩