বছর শেষে আমরা অনেকেই কি কি অর্জন করলাম তার একটা summary করি এবং অনেক সময় সেটা share করি বন্ধুবান্ধবের সাথে।
কিন্তু, যতই বয়স বাড়ছে ততোই মনে হচ্ছে যে ফেইসবুক (and other social/virtual lifestyle apps) এর জগৎটা খুবই মেকি (illusional) এবং বিপদজনক। আমার এই ধারণার পেছনে সবচেয়ে বড় কারণ, এই টাইপের প্লাটফর্ম এ আমরা সাধারণত নিজেদের ভালো বিষয়গুলো share করি। নিজের খারাপ কিছু share করলেও বেশিরভাগ সময় সেটাকে either motivational tone এ শেয়ার করি (যেমন, অনেক struggle করে কিছু একটা পাওয়া, etc), অথবা সাহায্যের জন্য বা information হিসেবে শেয়ার করি। এই বিষয়টাকে আমি খারাপ বলছি না, কিন্তু বিষয়টা হয়তো ভালো ও না। কারণ, এই trend এর কারণে আমাদের অবচেতন মনে একটা ধারণা তৈরি হতে পারে যে 'সবাই কত ভালো আছে, শুধু আমার এতো কষ্ট!' অবচেতন মন বললাম এই কারণে যে সরাসরি সাধারণত আমরা এই ধরণের চিন্তা করি না।
আমাদের পুরো friend circle এর ১/২ % হয়তো আসলেই অনেক ভালো আছে। কিন্তু মোটামুটি ৫০% বা তার ও বেশি আছে যারা আমাদের মতোই, নানা ধরণের সমস্যা সাথে নিয়ে জীবন পার করছে। আর বাকি একটা অংশ পাওয়া যাবে যাদের জীবনটা আসলেই অনেক কঠিন। কিন্তু virtual সোশ্যাল লাইফ এ আমরা কিন্তু এই scenario টা দেখতে পাবো না। যাইহোক, এইসব আলোচনা করা আমার উদ্দেশ্য না। আমার উদেশ্য হচ্ছে, নতুন বছর উপলক্ষে, বিগত বছরে আমার ব্যর্থতার একটা লিস্ট দেয়া
[যদিও নতুন বছরে আমরা অনেক সময় বলি 'বছর ঘুরে আরেকটা নতুন বছর আসলো', কিন্তু কথাটা maybe পুরোপুরি ঠিক না, এইটাই আমার ধারণা। এই ধারণা ব্যাখ্যা করতে বইলেন না কেও আবার! একটা খুবই সাধারণ ব্যাখ্যা অবশ্য দেয়া যায়, 'সময় কিন্তু পেন্ডুলাম এর মতো একই পয়েন্ট এ ঘুরে ঘুরে আসে না, নদীর মতো অনেকটা, বয়েই যাচ্ছে'। তাই, 'বছর ঘুরে আসে', এই ধারণাটা ঠিক না। বিষয়টা হয়তো একটা measurment স্কেল এর মতো, infinately long scale, where, 'year ' is the unit of measurement. (সহজে চিন্তা করার জন্য, এক ফুট লম্বা স্কেল এ দেয়া ইঞ্চি'র দাগগুলোর কথা ভাবা যেতে পারে). Infact, আমাদের পৃথিবীও কিন্তু বছর পার হওয়ার পরে space এর same point এ কখনোই ফিরে আসে না। যদিও আমরা অনেকটা ঐরকমই ধরে নেই ব্যাপারটা।]
যাইহোক, list এ আসি এইবার! ২০১৯ সালে আমার ব্যর্থতার list:
ব্যক্তিগত জীবনের ব্যর্থতা: সবার সাথে শেয়ার করা যাবে না। কিন্তু আছে অনেকগুলো। Atleast একটা ব্যর্থতা ঘুরে ফিরে অনেক বার হয়েছে। নতুন বছরে সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটা যেন না হয়।
সামাজিক জীবনের ব্যর্থতা: আমি যদিও অনেক introvert, কিন্তু বিভিন্ন সামাজিক কার্যক্রমে (volunteering for charitable organizations, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন (community প্রোগ্রাম, islamic প্রোগ্রাম etc), বন্ধুবান্ধব, সিনিয়রদের সাথে আড্ডা, socialization etc) আমি অনেক স্বতঃস্ফূর্ত ছিলাম। ২০১৯ এ আমি এই দিক দিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ। একদম ১০০%
কর্মক্ষেত্রে ব্যর্থতা: এই লিস্ট একটু বড়, তাই main issue গুলো point আকারে দিলাম:
১. আমার ২ টা পার্টটাইম পিএইচডি student এর, পিএইচডি ছেড়ে চলে যাওয়া।
২. কোনো MSc student না পাওয়া।
৩. নিজের পিএইচডি শেষের পঞ্চম বছরে এসে ও মাত্র একটা নামমাত্র জার্নাল পেপার, আর দুইটা কনফারেন্স পেপার পাবলিশ করা।
৪. কোনো ফান্ডিং না পাওয়া (৩ টা ফান্ডিং এপ্লিকেশন unsuccessful)
৫. International রিসার্চ student নিতে না পারা।
৬. ৩.৫ বছরের মতো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে থেকেও অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে apply করার যোগ্যতা অর্জন করতে না পারা।
৭. নতুন একটা course, curriculum এ add করার চেস্টা করে সফল না হওয়া।
৮. Degree Programme Director হিসেবে আমাকে দেয়া বেশ কয়েকটা কাজ সময় মতো শেষ করতে না পারা।
৯. চাকরী পরিবর্তন এর জন্য চেষ্টা করে (৩/৪ টা application) ব্যর্থ হওয়া।
উপরের এই লিস্টের মানে কিন্তু এইটা না যে, গতবছরে আমি কিছুই পাই নাই। সাফল্যের একটা লিস্টও করা যাবে চাইলেই। Infact, পজিটিভলি চিন্তা করলে উপরের প্রতিটা ব্যর্থতাও কিন্তু একেকটা সাফল্য। কিভাবে? উধারণস্বরূপ 'কর্মক্ষেত্রে ব্যর্থতা' থেকে দুইটা point কে positively চিন্তা করে ঘুরিয়ে লিখলাম:
৪. তিনটা ফান্ডিং এর জন্য এপ্লিকেশন করতে পারার ভাগ্য অর্জন করা।
৭. কারিকুলাম এ add করার জন্য একটা নতুন course তৈরি করার কাজ পাওয়া।
যাইহোক, লেবু বেশি কচলাকচলি করলে তিতা হয়ে যাবে। তাই এই বিষয়ে আর ফিলোসোফিক্যাল কথাবার্তা না বলে তাড়াতাড়ি শেষ করি। জীবনে ভালো থাকার জন্য সফলতা আর ব্যর্থতার হিসেব না করে নিজের সাধ্যমতো চেষ্টা করে যাওয়াটাই হয়তোবা সবচেয়ে ভালো option. আমরা সবাই, আমাদের situation unique. এক এক জনের কাছে সফলতার মাপকাঠি এক এক রকম। তাই নিজেরটা নিজের মনমতো ঠিক করে নিলেই হলো, সমাজের সাথে সবকিছু মেলাতে গেলে আর হবে না। তবে, আমার উপলব্ধিতে 'মানসিক শান্তি অর্জন করে জীবনটা পার করতে পারাটাই সবচেয়ে বড় সফলতা।' তবে এর মানে এই না যে আমরা স্বপ্ন দেখবো না, নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করবো না। অলসতা জীবনের সবচেয়ে বড় অভিশাপ। (অলসতার সংজ্ঞা ও আবার এক এক জনের জন্য এক এক রকম, কি আর করা ).
যাইহোক, এই বছরে আমার নিজের মানসিক শান্তি অর্জনের জন্য কিছু পরিকল্পনা আছে। সবাই দোয়া করবেন সেই পরিকল্পনাগুলো যেন সবচেয়ে বড় পরিকল্পনাবিদের অনুমোদন পায়!
সবার জীবনে মানসিক শান্তি আসুক।
আর এতবড় বোরিং পোস্টটা যদি কেও কষ্ট করে পুরোটা পড়ে থাকেন, তাহলে তার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত!
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫১