আত্মউপলব্ধি
নগণ্য এই ক্ষুদ্র আমি তিল কে করি তাল,
আমার এই অত্যাচারে সবাই বেসামাল।
নিজের ঢোল নিজেই পিটাই তাইতো আমি হিরো,
আসলে তো ঠুনকো আমি এক্কেবারেই জিরো।
আপনার কাছে যদিও আমার সাত খুন মাফ,
অন্যের ভুল ? বটেই সে তো মস্ত বড় পাপ!
আত্মমোহের এই গন্ডিতে আমি কতই খুশ!
হায় কি যে বোকা আমি! থাকত যদি সেই হুশ!