গ্রাম থেকে এক লোক মিরপুর স্টেডিয়াম এ এসেছে, খেলা দেখতে। দূর থেকে দেখা গেল বিসিবির একজন পরিচালককে, যিনি আবার জাতীয় দলের এক্স ক্যাপ্টেন। তাকে দেখেই গ্রামের ঐ লোক চিল্লিয়ে উঠল "তুই রাজাকার! তুই রাজাকার!!"
ফলস্বরূপ পুলিশ তাকে ধরে নিয়ে গেল আদালতে। আদালত শাস্তি দিল ৩ মাসের জেল। আদালতে সেই এক্স ক্যাপ্টেন ও বসে আছে।
শাস্তি শুনে সাদাসিধে লোকটা বিচারক-কে জিজ্ঞেস করল, "আচ্ছা এক্স ক্যাপ্টেন কে রাজাকার বলা যাবে না, কিন্তু যারা অন্য দেশের দালালী করে নিজেদেরকে বাশ দেয় তাদেরকে কি ক্যাপ্টেন বলা যাবে।"
বিচারকের উত্তর "যাবে"
লোকটা আমাদের জাতীয় দলের মাননীয় এক্স ক্যাপ্টেন-এর দিকে আঙ্গুল তুলে চিল্লিয়ে উঠল "ক্যাপ্টেন! ক্যাপ্টন!!"
পুনশ্চঃ ইহা কেবলি একটি কৌতুক! ইহার সাথে বাস্তবের লেশমাত্র নাই!!