গত কিছুদিন আগে থেকে জাতীয় ঐক্য নিয়ে যখন বলেছিলাম একটা বার এর জন্য ও মনে হয়নি পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে।
গতকাল আবার যখন সেই ঐক্যের কথা বললাম একটা জিনিস দেখলাম মানুষ জন তীব্র মত থেকে খানিকটা সরে আসছে।
জাতীয় ঐক্য কিভাবে হতে পারে তা নিয়ে তা নিয়ে অনেকের ভিতর ভিন্নমত থাকতে পারে। কিন্তু একটা Common Point হচ্ছে বাংলাদেশের ৯৮% এর বেশি মানুষ দুই নেত্রীর সম্মিলিত আহবান কে উপেক্ষা করতে পারবে না।
তাদের দুইজনের প্রয়োজনীয়তা যে কিছু অংশে কমে যায়নি তার বড় প্রমাণঃ ১/১১ এর সময় তাদের গ্রেফতার করেও পরে সসম্মানে ছেড়ে দেয়া।
কিন্তু সমস্যা হচ্ছে তাদের দুইজনের ভিতর এখন যে রকম তীব্র ঋণাত্মক সম্পর্ক তাতে কোন একজন যে আরেকজন কে সংলাপে আহবান জানাবে তা আমার মনে হয় না।
সেক্ষেত্রে উপায় হচ্ছে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা এই আলোচনার উদ্যোগ গ্রহণ করা। আমার কাছে মনে হয়ঃ ব্যরিস্টার রফিক, বিচারপতি হাবিবুর রহমান, এ বি এম মুসা, ফজলে হাসান আবেদ এই High Profile ব্যক্তিরা যদি উদ্যোগ গ্রহণ করেন তাতে হয়ত তাদের সম্পর্কের বরফ গলা সম্ভব।
অনেকের কাছেই যে ব্যক্তিদের নাম বললাম তাদের ব্যাপারে দ্বিমত থাকতে পারে। তাদের কাছে প্রশ্ন এই মূহুর্তে এই ব্যক্তিদের অধিক গ্রহণযোগ্য ব্যক্তি কি আপনি বাংলাদেশ এ খুজে পান?
ঠগ বাছতে গা উজাড় করার চেয়ে যারা মোটামুটি যারা গ্রহণযোগ্য তাদের দিয়েই উদ্যোগ টা শুরু করান।
অনেকেই হয়ত বলবেন তাদের ঐক্য হলে "অমুক করতে হবে", "অমুক করা যাবে না"।
আমার কাছে যদি জানতে চান এই ঐক্য থেকে কি চান?
তাদেরকে নিজের একটা ঘটনা বলি। গত বৃহষ্পতিবার সাইদীর রায় হবার পর যখন বাসে করে অফিস থেকে বাসায় যাচ্ছিলাম তখন কালেমা পড়ে চুপচাপ বসেছিলাম, যেন কিছু হলে এটাই আমার শেষ বাক্য হয়।
আমি তাদের ঐক্যের ফল হিসেবে এই দমবন্ধ অবস্থার নিরসন চাই।