১। শিরোনামঃ বেলা শেষে
কন্ঠঃ আইয়ুব বাচ্চু
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
মুছনা তুমি তার দুঃখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মন মণি কোঠায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
মনে পড়ে যায়
প্রশ্নহীনা জোছনা ধোঁয়া রাতে কথোপকথন
চোখের ভাষায় হত যত, আগামী দিনের স্বপ্নের
আলাপন
কি ভুল করেছি আমি আমারই ভুলে
প্রতি নীরবতায় আমাকে পোড়ায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
আমার যত অপূর্ণতা
পারিনি বোঝাতে আমি পারিনি তোমায়
ভুলের মাশুল দিতে গিয়ে জীবন ভরে থাকে বিষণ্ণতায়
হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার
কি ছিলে আমার তুমি বোঝানো না যায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
মুছনা তুমি তার দুঃখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মন মণি কোঠায়।
(২) শিল্পীঃ হৈমন্তি শুক্লা
******************
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না,
আমার এতো সাধের কান্নার দাগ ধুয়ো না,
সে যেন এসে দেখে,
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ।।
দোহাই গানের বীণা,
মনকে ভরে তুলো না, ।।
দেখেই তাকে ব্যথার এ গান ভুলো না,
সে যেন এসে শোনে,
তার বিরহে কী সুর আমি সেধেছি ।।
ক্লান্ত প্রদীপ ওগো,
হঠাৎ আলোয় ফুটো না,।।
দেখেই তাকে উজল হয়ে উঠো না,
সে যেন এসে জানে,
কোন আঁধারে এ রাত আমি বেঁধেছি ।।
(৩) মানুষ ভজলে সোনার মানুষ হবি
লালন সাঁই
মানুষ ভজলে সোনার মানুষ হবি ।
মানুষ ছাড়া খ্যাপা রে তুই মূল হারাবি ।।
এই মানুষে মানুষ গাঁথা
গাছে যেমন আলেক-লতা
জেনে শুনে মুড়াও মাথা
ও মন যাতে তরবি ।।
দ্বিদলের মৃণালে
সোনার মানুষ উজলে
মানুষগুরু নিষ্ঠা হলে
তবে জানতে পাবি ।।
এই মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্যাকার
লালন বলে মানুষ আকার
ভজলে তারে পাবি ।।
(৪) বন্ধুরে কই পাবো সখি গো
--বাউল শাহ আব্দুল করিম
বন্ধুরে কই পাবো সখি গো
সখি আমারে বলো না?
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা
সাধে সাধে ঠেকছি ফাঁদে গো
সখি দিলাম ষোল আনা
আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে
না
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা
কী আগুন জ্বালাইলো বন্ধে গো
সখি নিভাইলে নিভে না
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না?
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা
বাউল আব্দুল করিম বলে সখি
অন্তরের বেদনা
সোনার বরণ রূপের কিরণ
না দেখলে বাঁচিনা
বন্ধুরে কই পাবো সখি গো
সখি আমারে বলো না?
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা। ই
(৫) বাউড়ি বাতাসে
গীতিকারঃ কাউসার আহমেদ কাজল
সুরকারঃ ফুয়াদ নাসের বাবু
আমি তোমার হাতের ঘুড়ি হব খোলা আকাশে
ইচ্ছে মতন উড়াও আমায় বাউড়ি বাতাসে বন্ধু।।
যত দূর যাওনা কেন, নাটাই তোমার সাথে
ইচ্ছে হলেই টানবে সুতো আসবো তোমার হাতে
আমি তোমার মনের খুশি হয়ে থাকবো তোমার পাশে
ইচ্ছে মতন উড়াও আমায় বাউড়ি বাতাসে।।
তোমার মনের সব মাধুরী মিশিয়ে যেন
মনের মানুষ করে আমায় তোমার কাছে টান বান্ধব
আমি তোমার হয়ে থাকি যেন জীবনের বার মাসে
ইচ্ছে মতন উড়াও আমায় বাউড়ি বাতাসে।।
এটা আমার প্রথম পোস্ট সকলের উতসাহ পেলে ব্লগে লিখব নিয়মিত। নাজাতের এই দিনে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে মাফ করুন।।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১৩