আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর দলটির সমর্থক সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দলে নানা জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় রাজউকের প্রধান ফটকসহ বেশ কিছু কক্ষের জানালার কাঁচ ভাঙচুরও করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মালেক গ্রুপ ও মিলকি গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজউকের দুই কর্মচারী আব্দুল মালেক ও শামসুল আলম মিলকি উভয়েই নিজেদের শ্রমিক লীগ, রাজউক শাখার সভাপতি বলে সাংবাদিকদের কাছে দাবী করেন।
আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, "জোট সরকারের সময় চাকরিচ্যুত ৩৭২ জন জনের জন্যে আমরা আন্দোলন করছিলাম। এই সময় মিলকি গ্রুপ বহিরাগত সন্ত্রাসীদের এনে রাজউকে হামলা ও ভাঙচুর করেছে।"
অপরদিকে শামসুল আলম মিলকি বলেছেন, "আমরা শুনেছিলাম, মালেক গ্রুপ আজ আমাদের মারার জন্যে প্রস্তুতি নিয়েছে। তখন আমরা স্টেডিয়ামের পাশে অবস্থান নিয়ে পূর্তমন্ত্রীকে বিষয়টি জানাই। তিনি পুলিশ সহায়তা নিয়ে রাজউকে যাবার কথা বলেন। আমরা সেখানে গেলে মালেক গ্রুপ আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় আমাদের তিনজন কর্মী আহত হয়েছে।"
বিডিনিউজটুয়েন্টিফোর
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৮