মিজান (K-61) - রাজীব (K-6O ) ছাত্রলীগের পুরাতন কমিটির সভাপতি সেক্রেটারী ছিলো । সম্প্রতি জব্বার (সভাপতি-K-61) -রনি (সেক্রেটারী-K-62) কে নিয়ে নতুন কমিটি করা হয় । এই কমিটি তৈরীর জের ধরে গত রাতে এরা সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
গতরাতের সংঘর্ষে বেশ কিছু ককটেল বিষ্ফোরণের শব্দ পাওয়া গেছে । ক্রিকেট ব্যাট, রড, স্ট্যাম্প দিয়ে রাজিবকে পেটানো হয় । আজ দুপুরে রাজীব মারা গেছে ।
রাজিবের বাড়ি রাজশাহীর কলাবাগানে । ২০০২ এ এইসএসসি পাশ করেছিলো । মিজান-রাজীব গ্রুপের মিজান জুনিয়র হয়েও সভাপতি ছিলো তবে সিনিয়র হবার কারনে রাজীবের কর্তৃত্ব বেশি ছিলো । নতুন কমিটি একারনে রাজীবকে হত্যার টার্গেট করে !
ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। সেই সঙ্গে এমবিবিএস’র সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিকাল ৪টার মধ্যে সবাইকে হল ছাড়তে বলা হয়েছে ।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৯