আরটিএনএন
বিডিনিউজ২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকায় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী বিনোদপুর বাজার ও রেল ষ্টেশনে এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগের কর্মীদের সঙ্গে একাত্ম হয়ে ছাত্রশিবিরের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে শিবির কর্মীদের ধাওয়া করছে।
ঘটনাস্থলে প্রচুর সংখ্যক র্যাব ও পুলিশ উপস্থিত থাকলেও তারা নিরব দর্শকের ভূমিকা পালন করছে। অস্ত্রধারীদের ভয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে যেতে ভয় পাচ্ছেন।
গত বুধবার ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হল দখল করতে গেলে এ সংঘর্ষ সূত্রপাত ঘটে। এ নিয়ে গত তিন দিনে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশ এলাকায় কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো। এতে উভয় দলের বহু সংখ্যক নেতাকর্মী আহত হয়েছে।
আজ সকালে ৬টি আবাসিক হলের মূলগেটে তালা লাগিয়ে শিবির কর্মীদের অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ। সেখানে প্রচুর সংখ্যক পুলিশ উপস্থিত রয়েছে। হলের ভেতরে বেশ কয়েকজন আহত কর্মী রয়েছে বলে দাবি করেছে শিবির। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১৬