বায়তুল মোকাররমের খতিব মাওলানা ওবায়দুল হক আর নেই (ইন্নালিল্লাহি....রাজেউন)
সূত্র : সমকাল
আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুন। আমীন।
-------
খুব দু:খের সাথে লক্ষ করলাম খতিবের মৃত্যুতে কিছু ব্লগারের নগ্ন উল্লাস। খতিবের মত একজন মানুষের মৃত্যুতে কেউ আনন্দ করতে পারে তা এই ব্লগে না আসলে জানা হতো না। আমি নির্বাক।
মন্তব্যগুলো তুলে দিলাম :
-----------------
পুতুল বলেছেন :
২০০৭-১০-০৭ ০১:৩৬:২৬
সে জন্য দুঃখের কারণ ঘটেনাই। তিনি এখন ৭০ জন হুরের মাঝে খুব আনন্দে আছেন।
কেমিক্যাল আলী বলেছেন :
২০০৭-১০-০৭ ০১:৩৭:৪৪
খবরটা সত্য হইলে ভাল
েবহাগ বলেছেন :
২০০৭-১০-০৭ ০১:৫০:০৩
উনার রুহের মাগফেরাত, আর ৭০ টা হুর যেন তারাতারি পান সেই কামনা করি।
কেমিক্যাল আলী বলেছেন :
২০০৭-১০-০৭ ০১:৫০:১৪
খতিব মরলে আমি খুশি, কারন উনি একটা আস্ত বদমাইশ ছিলেন, সেকারনের মরে যাওয়া মানে আমরা উনার ভন্ডামী থেকে রক্ষা পেয়ে নতুন ভন্ডের জন্য অপেক্ষা করিতেছি।
মেঘ বলেছেন :
২০০৭-১০-০৭ ০১:৫০:৫২
এসব লোকের স্বাভাবিক মৃত্যু আমার ভালো লাগে না। ফি নারে জাহান্নামা।
নি বলেছেন :
২০০৭-১০-০৭ ০১:৫২:৪৭
''তিনি এখন ৭০ জন হুরের মাঝে খুব আনন্দে আছেন।''
ভালো বলেছেন
েবহাগ বলেছেন :
২০০৭-১০-০৭ ০২:২১:৩৬
খতিবের চে কুত্তার বাচ্চা ভাল।
আসল ট্র্যাপ বলেছেন :
২০০৭-১০-০৭ ০২:২৬:৩৬
ইন্নালিল্লাহ বলবো নাকি ফি নারে জাহান্নাম বলবো?
==========
আল্লাহ এদের হেদায়াত নসীব করুন। আমীন।