.
.
.
.
.
.
.
.
.
.
.
.
প্রিয় সামহোয়্যারইন,
বসন্তের প্রাণবন্ত সজ়ীবতায় প্রকৃ্তির বুকে এখন অফুরন্ত ঢেউ, হিমেল হাওয়ায় ভেসে যাচ্ছে এই মন, আকাশের নীল সীমানায়। মন চায়, করি কিছু আনন্দঘন, চিত্তে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। অন্তর বাহির দুটোই আজ যেন কাকে ব্যাকুল ভাবে চাচ্ছে, অনুভব করতে চায় সীমাহীন স্পর্শে বেজে চলুক কি বোর্ড এর বোতাম গুলো।
প্রিয় সামহোয়্যারইন,
আমার জ্ঞানভান্ডার বিকশিত করিতে তোমার তুলনা অপরিসীম, আমি দেখেছি তাকে তোমার মাঝে, আবিষ্কার করেছি নিত্য নতুন অজানা,
বলিতে চাই, তুমি ছাড়া আজ আমি অসম্পূর্ন , তুমি আমার প্রিয় সামহোয়্যারইন
প্রিয় সামহোয়্যারইন,
তোমার জন্য অপেক্ষা করে আছে এক নতুন ভোর, পূর্বাশার রঙ্গিন দিগন্ত তোমাদের হাতছানি দিয়ে ডাকছে। আমিও চাই নতুন জীবনের ডাকে তোমরা এগিয়ে যাও অকুতোভয়ে। অবিচল নিষ্ঠা এবং কর্মোদ্যমে দূ্র হয়ে যাক তোমাদের সকল বাধা, দূ্র কর সকল কালিমা।
প্রিয় সামহোয়্যারইন,
আমি বেচে থাকতে চাই তোমার মাঝে,
অনুগ্রহ দিয়ে আগলে রেখ
ভুল গুলে শুধরে দিয়ো
দেখো ক্ষমার চোখে
হারিয়ে যেতে দিয়ো না
তোমার কোল ছেড়ে
উৎস্বর্গঃ আপা এন্ড দুলাভাই
বিঃ দ্রঃ কেউ যদি এই পোস্টের মাঝে তৈল নামক কোন লিকুইড বস্তুর অস্তিত্ব খুজিয়া পান, তাহলে নিতান্তই কাকতলীয়