সামহয়্যারইনব্লগ সৃষ্টিশীলদের জন্য মোটেও ভালো কোন যায়গা নয়।আপনি যদি নিজের মেধা ও শ্রম দিয়ে এখানে ভালো করতে চান তাহলে দিল্লী এখনও আপনার জন্য অনেক দূরে।তবে সস্তা জনপ্রিয়তা চাইলে সেটা সহজেই পাবেন.......
ব্লগার ভাই বিলুপ্ত বৃশ্চিক এর কথাটা মনের ঠিক গভীরে দাগ কেটে গেলো! আসলেই তো! মৌলিক কোনো লেখা অনেক কস্ট করে লিখলে তা বেশি বার পঠিতো হয়না! অন্যদিকে অনেক কম কস্টে একটু লুল পোস্ট দইলেই হিটে হিট! আমি নিজেই তা প্রত্যক্ষ করে দেখেছি! অনেক কস্টে যে মৌলিক লেখাটা প্রকাশ করেছি তাতে এওমন সাড়া পায়নি! আর কম কস্ট করে কিছু লল ফটো দিয়ে হিটে হিট! কি জানি-আমাদের সবার মেন্টালিটি হয়তো একটু লুলামির দিকে! সৃস্টিশীল কিছু হয়তো আমরা কস্ট করে দেখতে চাইনা! (বড় ব্লগারদের ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম)
আসলে একথা সত্যি যে সামুতে না আসলে আমি বাঙ্গালীদের সাইকোলোজী কখনই বুঝতে পারতাম না! তবু ও সামু অলোয়েস বস! আমি মনে করি,সবারি চিন্তা ধারা একদিন চেঞ্জ হবে! তখন আমরা সৃস্টিশীলদের মুল্যায়ন করতে পারবো! আর সেদিন ই হবে আমাদের নবজাগরণ!
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৫