আমিঃ ১ দফা অর্জনের জন্য যে সংগঠন দরকার তার ব্যবস্থা কোথায় ?
তিনি বিস্তারিত কিছু বললেন না। শুধু বললেন ............... [ পরবর্তী কোন পর্বে প্রকাশিতব্য]
এই ছোট্ট ঘটনাটার বর্ননা এখানেই শেষ ।
লক্ষনীয় বিষয় ২ টি।
১। আমাদের মত ছাত্রদের সংগঠিত একটা বিষয় যা কোন বড় আকারের রাজনৈতিক বিষয় ছিল না, ছোট হয়েও বঙ্গবন্ধুর দৃষ্টি এড়ায়নি । তিনি আমাদের মত নাম গোত্রহীন ছাত্রকে ডেকে জানতে চেয়েছেন এবং শুনতে চেয়েছেন স্বাধীনতা সংগ্রামের কথা।
২। ৬ দফার আসল উদ্দেশ্য ছিলো স্বাধীনতা অর্জন তা তিনি আমাদের সামনে উচচারন করতে এতটুকু দ্বিধা বোধ করেননি।
বাংলা এবং বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার জন্য তাঁর নিঃশঙ্ক চিত্তে যে এতটুকু পরিমান সংশয় ছিল না, এটা তারই প্রমাণ। আর এ জন্যই তিনি জাতির পিতা হিসেবে সমাদৃত প্রতিটি মুক্তিকামী বাঙালীর কাছে।
[আমরা যেন সত্য ইতিহাসকে চিনতে শিখি, বুঝতে শিখি, জানতে আগ্রহ হারিয়ে না ফেলি]
[শেষ]