গরু খাওয়ার পরিনতি ভারতে ভয়াবহ। গরু এক যায়গা থেকে আরেক জায়গায় নেয়া খুব কঠিন। আর যে স্থানান্তর করবে, সে যদি মুসলমান হয় তো খতম। ভারতে পাড়ায় পাড়ায় গো রক্ষা বাহীনি গড়ে উঠেছে। পঞ্চাশ কোটি লোক খোলা যায়গায় মল ত্যাগ করে। তাতে কোন সমস্যা নাই। পাড়ার ক্লাব গুলো নির্বিকার। কেবল গরুর বিষয়ে যেন হিরো দ্যা ইন্ডিয়া। ভিডিওটা না দিয়ে থাকতে পারলাম না। দিল্লির মোহাম্মদ হোটেলের গরুর ভুনা মনে হয়ে এ জীবনে আর খাওয়া হবে না। কেননা মালিক ভদ্রলোক হোটেল বেচে স্বপরিবারে আস্ট্রেলিয়া চলে গেছেন। আর যাই হোক গরুর মাংস এর ব্যাবসা তো আর ভারতে হবে না। পিপলস রিপাবলিক অব ইন্ডিয়া।
আজ ব্লগ না থাকলে কবেই আত্মহত্যা করতে হতো। জ্বী আমার কথাই বলছি। আমার মতো উপযোগহীণ গর্দভ টক্সিক ব্যক্তি বেঁচে আছি শুধু ব্লগের জন্যে। কিভাবে? তবে বলছি শুনুন।
সদ্যই আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপরিবারে হোয়াইট হাউসে উঠেছেন। নির্বাচনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরসহ অন্যান্য সবাইকে এক প্রীতিভোজের আমন্ত্রণ জানিয়েছেন। নিরাপত্তা রক্ষীরা যাচাই-বাছাই করে সেসব অতিথিদের ভেতরে ঢুকতে... ...বাকিটুকু পড়ুন
১. ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২০ ০