বাংলা গান
গীতিকার: মোকাই
হায় হায় এই দুনিয়ায় আমি কি করিলাম
খালি খালি কান্দি আমি ধরায় কি পাইলাম,
কি কারনে আমি তাসের ঘর বান্ধিলাম
মিছে মায়ায় আমি মরিচীকা কুড়াইলাম।
কি নিয়া পরপারে যাইবো গো আমি
সব পথই আল্লাহ দেখাইছিলা তুমি,
আমি না বুজিয়া সব পথ হারাইলাম
দুই দিনের দুনিয়াদারীতে নিজেরে সপিলাম।
পরকাল হবেনা তো এতো গো সোজা
দিন থাকতে আমার হইলো না বোজা,
দিনে দিনে আমি ঋনের বোঝা বাড়াইলাম
মনের মধ্যে আমি মিথ্যা প্রেম পুষিলাম।
হায় হায় আগে আমার চক্ষু খুলতো যদি
জল সেচিয়া শুকাইতাম পাপের ও নদী,
সবার আগে তোমায় আমার মন সপিতাম
অঝোরে কান্দি, যদি তোমার দেখা পাইতাম।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৩৮