চল না গল্প করি!
আহা! বিরক্ত হচ্ছ কেন?
কতদিন মন প্রাণ ভরে গল্প হয় না,
কতদিন অলস দুপুর একসাথে কাটানো হয় না।
আমাদের মাঝে শব্দ গুলো দিন দিন বোবা হচ্ছে;
অবসর পেয়েই মুঠোর স্ক্রিনে তাকানো।
কতদিন বলো না- "আজ সবুজ নয়, হলুদ প্রজাপতি হয়ে যাই, চল"
অথবা "নীল শাড়িতে একেবারে নীলাম্বরী দেবী "
কতদিন তোমায় বলা হয় না "ভালোবাসি"
আবার যন্ত্রটা হাতে নিয়েছ? রাখই না!
কিছু সময় হারালে কি বা যায় আসে তাতে!
দেখোই না, খোঁপা টা ঠিকমতো সাজালাম কি না?
টিপটা বাকা হয়েছে কি?
দেখেছ শাড়ির কুচিটা এখন একা একা ঠিক পারি-
এত মনোযোগ দিয়ে চুপচাপ স্ক্রীনে তাকিয়ে!
অথচ একসময় আমাদের শব্দ গুলোও সরব ছিল।
এখন শুধু..........!
ঠিক যেন ধূলিময় ধ্বংসস্তুপের শহর।
কোন প্রাণ নেই, কোলাহল নেই।
আমি উন্মাদ বলছ? হতে পারে!
উন্মাদ বলেই তো তোমায় খুঁজে ফিরি এই নিঃস্ব শহরে, আতিপাতি করে।
না! না! শরীর মানেই সবটুকু পাওয়া নয়;
আমার কাছে তা ভালোবাসা পাওয়া নয়।
ভালোবাসা মানে আরো অন্যকিছু,
চললাম তোমার সেই তোমাকে খুঁজতে- খুঁজে বের করা খুব জরুরি!
হাতের সময়ও বড্ড কম
ভালো থেকো তুমি।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৪২