কত কত ক্রাশ
কত শত খুচরা গপ্প
কত শত কত টুকরা ওয়াল পোস্ট....
কত শত স্বপ্ন ভেঙ্গে টুকরা হতে দেখলাম...
আবার সেই ভেঙ্গে যাওয়া মানুষ গুলোই,সেই মানুষগুলা যারা ধাক্কা খেয়ে বিশ্বাস দুমড়ে মুচড়ে চুরমার হওয়াতে বলেছিল:-
"আর বিয়েই করব না",
"আর কাউকে বিশ্বাস করি না,একলাই চলব" তারাও তো কোন না কোনভাবে নিজেকে গুছিয়ে নিয়েছে,কারো না কারো সাথে,কারো না কারো হাত ধরে, কারো না কারো বুকে মাথা গুঁজে হাপুস নয়নে কেঁদেকেটে কষ্টের কথা বলে হালকা হয়েছে।
চোখের জলে লেপ্টে যাওয়া কাজল মুখটাকে কেউ কেউ বুকে টেনে নিয়েছে,
ফুল দিয়ে সাজানো বিছানার উপর রাখা ছেলেটির হাতটা শক্ত করে কেউ না কেউ তো বলেছেই- "আর কোন কথা নয়। আজ থেকে তুমি শুধু আমার,শুধুই আমার"
তাও কোথায় যেন সেই দুই একজন ব্যতিক্রম রয়েই যায় হয়তো।উদ্ভ্রান্তের মতো চাহুনি, একলা বৃষ্টিতে ভিজে, একলা চলে; কারো বাড়িয়ে দেয়া হাত ধরতে ভয় পায়; মায়ার বাঁধন এ জড়াতে ভয় পায় পাছে তাদের নি:সঙ্গতার গভীরতায় প্রিয় মানুষটি হাবুডুবু খায়! কি করে যেন চলে যায় সেই দিন গুলো.........
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৪৫