কি অদ্ভুত তাই না!
.
মেয়েটা সারাদিন হেসে খেলে কাটালো। বাড়ি ভরা আত্মীয় স্বজন আপ্যায়ন করল! তার সুন্দর করে বাধা খোপাটা দেখে সবাই ইম্প্রেস।
অথচ কেউ জানে না একটা দিন আগেই সে রাতের আধারে ছাদের রেলিং এ চড়ে নিজেকে শেষ করে দিতে দিতে ফিরে এসেছে...
.
চশমা পড়া বোকাসোকা ছেলেটা খুব সুন্দর করে তার ফ্রেন্ড এর এসাইন্মেন্ট করে দিল অনুরোধ ফেলতে না পেরে !
অথচ কেউ জানে না আগের রাতে ছেলেটা তার বাবার কাছে গঞ্জনা শুনতে শুনতে ব্লেড টা নিয়ে হাতে পোচ দিতে দিতেও ফিরে এসেছে।
.
"এই!ছোটি! তোর স্কেল নিয়েছিস?"
"বাবা! তোমার ওয়ালেট নিয়েছ?"
" মা! সকালে গ্যাসের ওষুধ খেয়েছ?"
সবাইকে জিজ্ঞেস করে মেয়েটা। যাই হোক না কেন মুখে সবসময় কর্পোরেট স্মাইল টা ঝুলেই থাকে। একাই লড়াই করে গিয়েছে প্রতিটা সময়ে।
কিন্তু কেউ জানে না আগের রাতে নিজেকে শেষ করার জন্য, নিজেকে পরিবারের বোঝা শুনতে শুনতে সে গোটা দশেক ঘুমের বড়ি খুলে খেতে যেয়েও ফিরে এসেছে।
.
"মামা! সিথী রে একটু ম্যানেজ কর না। প্লিজ।ওরে ছাড়া বাচব না"
"আরেহ ব্যাপার না! হয়ে যাবে মামা"
সবার জন্য ভরসা ছেলেটা।
অথচ কেউ জানে না সেই ছেলেটা নিজের ভরসার জায়গা হারিয়ে কতবার নিজে চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছিল আর মনে প্রাণে চেয়েছিল সব শেষ হয়ে যাক।
.
সত্যই খুব অদ্ভুত এই পৃথিবীটা
বড্ড অদ্ভুত তার লেনা দেনার হিসাব........
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৪৬