: আপু!
: হু
: আমার ফ্রেন্ড গুলা তোমারে যা ভয় পায়।
: ক্যান?
: ওই যে সেদিন একটারে ঘাড়াইসো না, তারপর থেকে সব টিজার গুলা যমের মতো ভয় পায়।
: হ! তো?
: আমাকে আর আজেবাজে টিজ করার সাহস পায় না
: তাই নাকি !
: হ্যা! সম্মান দিয়ে কথা বলে। ^_^
: হাহাহাহা।
: আর তোমারে আসতে দেখলেই বলে "এই চুপ চুপ! নাজিয়া রে উল্টাপাল্টা কিছু বলিস না যেন! বাঘিনী আসতিসে। ছিড়ে খেয়েই ফেলবে।"
: খাইসে রে! :v
: সেইরাম ভাব লইয়া চলি এখন ^_^
: হাহাহাহা।
: you are my super woman sis।
^_^
------ নিজেকে জীবনে এভাবেই গড়ে তোলা উচিত যেন কেউ আপনার দিকে আংগুল তুলে কথা বলার সাহস না পায়। নিজেকে ভরসার জায়গা হিসেবে তৈরী করলে দ্বায়িত্ব প্রচুর,তবে আত্মতৃপ্ত টা নিজের। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৪৭