প্রিয়তমেষু,
জানো কি?
দিন শেষে মানুষ একা হলেও হৃদয়ে কারো না কারো জন্য হয়েই যায়।
কেউ কখনো জানালার কোল ঘেষে যে কফি মগ হাতে নিয়ে বসে, সেই কফির চুমুকে সেই থাকে...
কেউ কখনো রাতের আকাশে একরাশ অভিমান ভরা দুইটা চোখ চেয়ে থাকে অশ্রুসিক্ত হয়ে,সেই অশ্রুটাতে সেই ই থাকে...
কেউ কখনো বই খুলে পড়তে বসলেও হাতের কলমের নাড়াচাড়া তেও সে ই থাকে....
কেউ কখনো ফোনের পুরানো টেক্সট চেক করতে গিয়ে বার বার সেই বিশেষ নামটাই খোজে....
কেউ কখনো ফেসবুক,হোয়াটস এপ বা অন্যান্য ম্যাসেঞ্জার এ হয়তো অপেক্ষায় থাকে, সে ই মানুষের অপেক্ষায়.........
ইত্যাদি ইত্যাদি.....
এভাবেই দিন শেষে অনুভুতি গুলো কারো জন্য জমা হতে থাকে, আধার আলোয় চোখ থেকে টুপ টাপ ঝরে পড়া মুক্ত দানায় সে ই মানুষটি ই থাকে.....
শুধু এই অনুভুতি গুলোর ঈশ্বর স্বাক্ষী থাকেন।
আর কেউ না
কেউ না......
#খোলা_চিঠি
(চলমান......)
ফটোঃ self
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:০৪