এরা অন্যের সামান্য কেয়ারিং, সামান্য স্নেহ মমতা ভালবাসা পেলে গলে যায়। তার জন্য পারলে নিজের জীবনটা বিলিয়ে দিতে রাজি। ঠিক এভাবেই তারা অন্যের অবহেলার স্বীকার হয়।
কারন তাদের তুষ্ট করে পোষা কুকুরের মতো কাছে রাখা সোজা,ইচ্ছে হলে লাথি মারে আবার প্রয়োজন পড়লে সময় কাটানোর জন্য আবার টেনে নেয়।
একটা সময় যেয়ে যখন "অল্পে তুষ্ট" মানুষ গুলো এই অবহেলা করার ফ্যাক্ট গুলা বুঝতে পারে তখন আর কিছু করার থাকে না নিরবে নিভৃতেঁ চোখের পানি ফেলা ছাড়া। আস্তে আস্তে এরা গুটিয়ে যায় নিজের ভিতরে। চরম আঘাত অবহেলা পেতে পেতে একসময় এদের আর কোন অনুভুতিই অবশিষ্ট থাকে না।
০এমনকি আবার নতুন করে আঘাত পেলেও আর সেইভাবে ভেংগে পড়ার কষ্ট পায় না,কারন তখন চোখের মুছতে মুছতে তারা ধরেই নেয়- "এমনটাই তো হবার কথা ছিল! ব্যাপার নাহ। আর যাই হোক আমি তো মিথ্যা ছিলাম না।"
অথচ এই মানুষগুলার চমৎকার মন ছিল,সুন্দর হৃদয় ছিল, পাগলের মতো ভালোবাসার অস্তিত্ব নিয়ে বেচে থাকত।
এতসব কিছুর পরে তারা আস্ত এক একটা জ্যান্ত লাশে পরিণত হয়..............
©উর্বি
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:০৫