কি ছাইপাশ রোদ্দুর !
অথচ এখন দরকার ছিল ঝুম বৃষ্টি,
যেন বারান্দায় দাঁড়িয়ে
এক কাপ ধোঁয়া উঠা গরম মশলা চা খেতে পারি।
ইচ্ছা করে রেলিং এর বাইরে
কাপটা বাড়িয়ে ধরব।
টুপ টাপ করে বৃষ্টির পানির ফোটা
চায়ের কাপের গায়ে , চায়ে পড়বে।
তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করব ।
রুদ্র সমগ্রটা হাতে থাকার কথা ছিল
কিন্তু তা টি টেবিল এ খোলা পড়ে থাকবে।
দোলনাটা অল্প অল্প করে নড়বে প্রচন্ড বাতাসে-
বৃষ্টির এলো ছাটে আমার কিমানো ভিজতে থাকবে
এমনটি হবার কথা ছিল
আসলে হওয়া উচিত ছিল।
ছাইপাশ রোদ্দুর সব মাটি করে দিল
---------------------------------------------
( © উর্বি )
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:০৫