আহা ঘুমন্ত এমন পবিত্র মুখ খানী থেকে কেমন যেনো এক টুকরো আলো টিকরে বেরুচ্ছিলো। শান্ত, সৌম্য বদনখানীতে ভয়ের লেশ মাত্র নেই। ঠিক যেনো ঘুমিয়ে আছে নিশ্চিন্তে, জনি বলে ডাকলেই মিছিলে শামিল হবে সর্বাগ্রে, থাকবে সামনের সারিতে। নিশ্চিত মৃত্যু জেনে নিশ্চয় জনি তার সাহসী উচ্চরনে বলেছিলো "বাংলাদেশ-জিন্দাবাদ"। পেতে দিয়েছিলো আকাশ সমান উদার বুক ঘাতকের পিস্তলের সামনে। তার রক্তের ধারা কান্না করতে করতে ছুটে চলছে বাংলাদেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। প্রতিটা মুক্তিকামী মানুষের হৃদয়ে হাহাকার, মুক্তির জন্য আর কতো রক্ত চাই তোমাদের হে ঘাতকের দল।
আজ ঢাকা শহরের পীচঢালা রাজপথ জনি'র রক্তে স্যাঁতস্যাঁতে, বাংলাদেশের শক্ত দোআঁশ সিক্ত হয়েছে বেদনার নোনা জলে। বিপ্লবের জন্য জনির সাথীরা ছটফট করছে। বিচার নয়, প্রতিশোধ চাই। বিচার নয়, প্রতিশোধ চাই।
জনি তোমার বিপদমুক্তির জন্য দোআ করার কথা ছিলো, কিন্তু দূর্ভাগা এই জাতি আজ নিরবে অশ্রু ফেলছে তোমার পরকালীন মাগফেরাতের জন্য। মহান আল্লাহ সুবহানাওয়াতালা যেনো তোমাকে তার মেহমান "শহীদ" হিসেবে কবুল করেন। আমীন।
[আজ বেদনা সিক্ত হৃদয়ে আরো স্মরন করছি গত তিন দিনের ভেতর ঘাতক হাসিনার নাৎসী বাহিনীর হাতে খুন হওয়া ইমরুল কায়েস, জোবায়ের ও মতিউর রহমানকে]