অনুভূতির মায়া জালে
যখন উপলব্ধি গুলো তালগোল পাকিয়ে যায়
তেমনি কষ্টগুলোর কথা যখন জানতে চাও
তোমার কষ্টের কথা ভেবে তখন আমার বাধ্য হয়ে বলতে হ্য়
আমায় ক্ষমা কর,এ নিঠুর সত্য আমি বলতে পারবো না।
কেননা তাহলে তান্ডব বয়ে যাবে।
যে নিয়ন্ত্রনহীন ঝড় আমার মনের মাঝে বয়ে চলছে তাতে
আমায় একাই ন্বিঃশেষ হতে দাও,
কারন আমি একাই কষ্ট পেতে ভালবাসি
কাউকে কষ্ট দিতে নয়।
আমার বলতে পারার অপারগতাই যদি তোমার কষ্টের কারন হয়
তবে আমি ক্ষমা প্রার্থী।
তোমার সাথে বিশ্বাসের অমর্যাদা করিনা বলেই তো
আমার মৌনতা কে ঢাল হিসেবে ব্যবহার করা ।
তোমায় কষ্ট দিতে না পারার এই ছোট্ট দূর্বলতাই
আমায় পরিবর্তন করে ফেলেছে.......সেজন্য আমি আবারো ক্ষমা প্রার্থী।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪১