আমি ভবিষ্যৎ ডাক্তার।
অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম ডাক্তারি পড়তে।
কিন্তু......
যেভাবে পরিস্থিতি একের পর এক আমাদের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে, তাতে করে কতদিন আর স্বপ্ন ধরে রাখতে পারবো কে জানে ?
আমার বাবাও একজন সাংবাদিক, তিনি অবশ্য এই প্রজন্মের নন। সাংবাদিকতার স্বর্ণযুগ বলে পরিচিত যে সময়টা -- '৬৯ এর গনঅভ্যুত্থান, '৭০এর নির্বাচন, '৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ, '৭৫ এর সেনা অভ্যুত্থান, '৯০ এর স্বৈরাচারের পতন সহ অনেক গুরুত্বপূর্ণ সময়ই তিনি ও তার সমকালীন সাংবাদিকরা কলম ধরেছিলেন অন্যায়ের বিরুদ্ধে।
কিন্তু তাঁরাও আজ বিরক্ত সাংবাদিকতার এহেন ধারায়। বারডেমের ঘটনা, মিটফোর্ডের ঘটনা --- পুরোটা শুনলাম ডাক্তারদের কাছে নয়, সেখানকার সাধারণ কিছু মানুষের কাছে যারা সেসময় সেখানে ছিল। শুনে মনে হচ্ছে ডাক্তারি আমরা নই, সাংবাদিকরাই ভালো জানেন। আর ডাক্তারি পড়াই আমাদের বিশাল ভুল।
কিন্তু আমাদের প্রশ্ন, যে সাংবাদিকরা অনুষ্ঠানের নাম করে স্যারদের রুমে গিয়ে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ ও গায়ে হাত তোলার মত কাজ করেছেন - তারা যদি এতই সত্যবাদী যুধিষ্ঠির হয়ে থাকেন, তবে এগুলো লিখলেন না কেন ? জনগনের সহানুভূতি পাওয়ার জন্য ??
আর ডাক্তারদের প্রতি যখন এতই ঘৃণা, তখন আপনারা সেই ঢাকা মেডিকেলেই চিকিৎসার জন্য গেলেন কেন ? আপনাদের ভাষ্যমতে আমরা তো চিকিৎসক নই, কসাই

সম্মানের সাথে পেশাগত দায়িত্ব পালনে যদি এত বিপদ নেমে আসে, তবে তো ঘুরে দাঁড়ানো ছাড়া আমাদের আর কোন রাস্তা খোলা নেই।