এই প্রথম একজন আমাকে ব্যান করলেন। কিছু গোপন সত্য বলার অপরাধে। লাইট হাউজ নামের ব্লগার একটু আগে একটা পোস্ট দিয়েছেন "হযরত আয়েশার সাক্ষাৎকার" নামে। উনার মানসিকতাটা আমার ভাল লাগলনা। তখন মনে পরল, উনি এখানে জয়েন করার প্রথমদিকেই একটা পোস্ট দিয়েছিলেন। নাম - "একটা অদ্ভুত জন্তু"। বিষয়বস্তু হল- উনি পথে একজন বোরখা পরা মহিলা দেখেছেন যাকে উনি জানেন না, চিনেনও না। শুধুমাত্র পোশাকের জন্য উনি মহিলাকে "জন্তু" বললেন। যাইহোক, পোস্ট টা কেউ পছন্দ করল না। উনি একটু পরে ডিলিট করে দিলেন। সেই কথাটাই আমি আজকে উনার "হযরত আয়েশার সাক্ষাৎকার" পোস্টে জিগগেস করলাম, উনি ঐটা মুছেছিলেন কেন? সবাই উনার অসুস্থ মানসিকতাজেনে যাবে, তার জন্য কি? ফলাফল, আমার কমেন্ট ডিলিট, আর আমি ব্যান। উনার ব্লগের উপরে (প্রোফাইলে) কিন্তু লেখা "মুক্ত কথা, মুক্ত চিন্তা"। আমার আপত্তি এখানেই। যে মুক্ত চিন্তার মানে বুঝে না, তার কি এসব বড় কথা লেখা উচিত? এই ঘটনার সাথে কালকের একটা ঘটনার মিল পেলাম। আহসান নামের এক জামাত পোস্টার পোস্ট দিয়েছেন "তথাকথিত যুদ্ধাপরাধ.....।" উনার ব্লগের মাথায়ও লেখা "সত্য বলতে পারাটাই.. সততা.."- এই টাইপের কিছু। এখানেও আমার আপত্তি। বললাম আপনি হয় তথাকথিত শব্দটা সরান, নাইলে এটলিস্ট উপরের সততার বানীটা মুছেন। কে শোনে কার কথা।
যাইহোক, আমার কথা একটাই, মুখে বড় বড় কথা বলব, আর নিচু কাজ করব, এইটা কি ভন্ডামি না?
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৭