আমার পোষ্টটিতে আমি শুধু বলতে চেয়েছিলাম, স্টার প্লাস চ্যানেলের তৈরী এবং রপ্তানীকৃত একটি অবাস্তব সমাজ ও জীবন ব্যবস্থার অনুকরনে কিছু মেয়ে এদেশের রাস্তাঘাটে অর্ধনগ্ন হয়ে বের হয়, যা তারা নিজেদের স্মার্টনেস হিসেবে প্রচার করতে চায়। এই মেয়েগুলো সমাজের অপূরণীয় ক্ষতি করছে, যার খেসারত দিতে হয় অসংখ্য নিরিহ মেয়েকে। এই নষ্ষ্টা মেয়েগুলো যদি জাহান্নামের চৌরাস্তায় যায়, তাতে আমার কিছু যায় আসে না। আমি তাদের জন্য দুঃখিত হই না, এবং নিরিহ মেয়েগুলোর নির্যাতনকারীগুলো তৈরীর পিছনে এরাই দায়।
পোষ্টটি পড়ে সুশীলদের মাথা নষ্ট হয়ে গেল। তারা দেখলো, তারা নিজেদের ঘরেই তৈরী করছে এই রকম 'স্মার্ট' মেয়েদের। তাদের বন্ধুদের ঘরেও, আত্মীয়ের ঘরেও। মোদ্দা কথা, তাদের চারপাশে যেদিকে তাকায়, সেদিকেই শুধু দেখে এই সব 'স্মার্ট' মেয়ে। সুতরাং তারা মনে করলো, পোষ্ট লেখক এই দেশের সব মেয়েকে 'নষ্টা' বলেছে। তাই তারা কোন যুক্তি-তর্ক প্রদর্শন করার ধার না ধেরে শুরু করলেন কুৎসিত গালি বর্ষণ, যদিও সেই পোষ্টে কোন গালাগালি ছিল না। কারন তাদের মনে হয়েছে, পোষ্ট লেখক একজন ধর্ষক, এবং ধর্ষণ করার জন্যই এই পোষ্ট দিয়েছে।
তারা যে যথার্থ সুশীল, তা প্রমানের জন্য তাদের দাবী, তারা যখন রাস্তায় কোন অর্ধ-নগ্ন মেয়ে দেখে, তখন তাদের মধ্যে নপুংশকতা তৈরী হয়। সুতরাং তা দেখে তাদের দেহে এবং মনে কোন অনুভূতি তৈরী হয় না। এই লেখক যেহেতু পুরুষ, এবং এইসব মেয়ে দেখে প্রতিক্রিয়া তৈরী হয়, তারচেয়ে বড় কথা ভন্ডামী না করে সেই নগ্ন সত্য সে ব্লগে পোষ্ট দিয়ে প্রকাশও করে, তাই সে হচ্ছে 'সাইকো'। সুতরাং নপুংশকেরা এক জোট হয়ে 'হিজড়া' গ্রুপ গঠন করে পোষ্ট লেখকের পুরুষ হওয়ার বিষয়ে মডারেটরের কাছে অভিযোগ জানায়।
পোষ্ট লেখক এখনো মনে করে, সে যা বলেছে, সত্য বলেছে। সত্যকে মেনে না নিয়ে সুশীলদের মত নিজের নপুংশকতা দাবী করার ভন্ডামী সে করে নাই। এই নষ্টা মেয়েগুলো সমাজের অপূরনীয় ক্ষতি করছে, অনেক দীর্ঘমেয়াদী ক্ষতি, যা পুরন হওয়ার নয়। এরা যারই বোন-মেয়ে-বউ হউক, এদেরকে শাসন করাই তাদের কর্তব্য হওয়া উচিত, নিজেদের নপুংশকতার ভন্ড দাবী করা কিংবা অন্যের পুরুষ হয়ে ওঠার জন্য গালির বৃষ্টি প্রদর্শন করা নয়। এই পোষ্ট লেখককে যদি গালি প্রদর্শন করার কারনে ব্যান করা হয়, তাহলে যাদের প্রথমে দেয়া গালির জবাবে গালি প্রদর্শন করেছে, তাদের যেন প্রথমে ব্যান করা হয়। সেটিই হবে ন্যায় বিচার।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:২৬