তখন ২০১১, থার্ড ইয়ার, এক্সটার্নাল প্রোজেক্টের হ্যাপা সামলাতে ভর্তি হলুম 'অগতির গতি' CMC-তে। সেখানেই প্রথম দেখা, আর বলা বাহুল্য, এক ছোবলেই আমি ছবি। বেশ কদিন যাওয়ার পর একদিন 'মন কি বাত' পৌঁছে দিলুম তাঁর কাছে, 'অতি সবিনয়ে প্রত্যাখ্যান'। তবে বন্ধুত্বটা জমে গেলো দিব্যি। একটা আস্ত কবিতা(?)ও লিখে ফেললুম চটজলদি, 'পূর্বরাগ' (আমার কবিতার বইয়ের প্রথম কবিতাটা)। ইতিমধ্যে CMC-র পর্ব চুকে গেলো, অতঃপর একপশলা মনখারাপ। অবিশ্যি ফেসবুক বা মোবাইল ছিলো বটে, তবুও...। আজ মোটামুটি চার বছর পেরিয়ে গেছে, বয়সটাও বেড়ে গেছে, থুতনির নীচে একগোছা দাড়িও কেটে ফেলেছি অনেকদিন,কিন্তু বন্ধুত্ব-ক্ষ্যাপামিটা রয়ে গেছে অবিকল একইরকম।
পরশু, ২রা জানুয়ারি, ওর জন্মদিন। ভালো থাকিস।
পুনশ্চ: পরশু আমাদের স্কুলেরও জন্মদিন, বেলঘড়িয়া হাই স্কুল, অবিশ্যি নেহাত স্কুল বললে ঘোরতর অন্যায় হবে, আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের 'আঁতুড়ঘর'।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪