শেষমেশ পচা শামুকে পা কাটল........
বাংলা দ্বিতীয় পত্রে একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম "অহংকার পতনের মূল''
যত সাফল্যই আসুক পা সবসময় মাটিতে রাখা উচিত।
ডিয়ার বিসিবি জিয়াউর রহমান এর মত টি টোয়েন্টি স্পেশালিষ্ট ব্যাটসম্যান রেখে ফরহাদ রেজার মত সুপার ডুপার প্লেয়ার রে সুযোগ দিলে সামনে পরিণতি আরও খারাপ হতে পারে
হংকং দলকে অভিবাদন, তারা তাদের সীমিত সামর্থ্য নিয়ে অসাধারণ খেলেছে।
স্যার উপাধি পাওয়ার পর স্যার ফরহাদ রেজা
দেখে নিন টি-২০ স্পেশালিস্ট (বিসিবির মতে) রেজার গত দুই ম্যাচের পারফমেন্সঃ
# v/s নেপাল
ওভারঃ ৩.০
মেডেনঃ ০
রানঃ ২৭
উইকেটঃ ১
ইকোনমিঃ ৯.০০!!
# v/s হংকং
ওভারঃ ২.০
মেডেনঃ ০
রানঃ ২৩
উইকেটঃ ০!
ইকোনমিঃ ১১.৫০!!
নেপালের সাথে ব্যাটিং করার সুযোগ না পেলেও হংকং এর সাথে ব্যাট হাতে ডাক (শুন্য) উপহার দিয়েছেন।