বাংলাদেশের মানুষের বিশাল আবেগের নাম ক্রিকেট। দারিদ্রতা , রাজনৈতিক অস্থিরতা ,দুর্নীতি, প্রাকিতিক দুর্যোগ নানা রকম দুঃখ কষ্টে জর্জরিত এই দেশের মানুষকে প্রান খুলে হাসার, উল্লাসে মেতে উঠার অনেক বড় উপলক্ষ বাংলাদেশের ক্রিকেট। ধনীর দুলাল থেকে শুরে করে অভাবে জর্জরিত দিনমজুরের ছেলে সবার অন্যতম প্রিয় খেলা ক্রিকেট.....
সেই ক্রিকেটকে নিয়ে শুরু হয়েছে ষড়যন্ত্র। অনৈতিক ভাবে ক্রিকেটর কর্তৃত্ব তুলে দেওয়া হচ্ছে তির জমিদার বোর্ড এর হাতে। বাংলাদেশ এমনিতে বছরে ৬ -৮ টার বেশি টেস্ট ম্যাচ খেলতে পারে না নতুন নিয়ম কার্যকর হলে বাংলাদেশকে খেলতে হবে ICC এর সহযোগী দেশগুলোর সাথে।
যখন বাংলাদেশ ক্রিকেট টীম এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তি হয়ে উঠছে ঠিক তখনি নেমে আসতে যাচ্ছে এই খড়গ।
কি নেই আমাদের , আমাদের আছে বিশ্ব সেরা all rounder সাকিব আল হাসান। আছে মুশফিক, তামিম, নাসির, সোহাগ গাজীদের মত হার না মানা অসম্ভব প্রতিভাবান দামাল ছেলে। গত এশিয়া কাপের রানার্স আপ আমরা।আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের ষোল কোটি মানুষের আবেগ।
বাঙালি জাতি কখনো হার মানেনা ।আমাদের আছে ৫২, ৭১ এর হার না মানা ইতিহাস। আসুন আবার সবাই প্রিয় ক্রিকেট এর স্বার্থে গর্জে উঠি। রুখে দেই সব ষড়যন্ত্র। আর সব সময় সাপোর্ট দিতে থাকি আমাদের প্রিয় বাংলাদেশ ক্রিকেট টিম কে......
বেশ বেশ সাবাশ বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ