আপনার প্রিয়জনকে মুগ্ধ করুন ১৫টি রোমান্টিকতায় এবং হয়ে যান অপ্রতিদ্বন্দ্বী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আপনি কি চান, আপনার সঙ্গী আপনাকে একেবারেই নিরস বলে মনে করুক? না চাইলে, এ লেখায় দেওয়া ১৫টি রোমান্টিক দক্ষতা শিখে নিন। রোমান্টিকতায় হয়ে উঠুন অপ্রতিদ্বন্দ্বী।
১. ম্যাসেজ
বড় একটা কর্মব্যস্ত দিনের পর শরীরের আরাম এনে দিতে পারে ম্যাসেজ। অন্যদিকে একে একটি রোমান্টিক বিষয় হিসেবেও চালিয়ে নেওয়া যায়। ফলে বিষয়টি আপনার সঙ্গীর ওপর প্রয়োগ করতে পারেন। আর আপনার সঙ্গীও নিশ্চয়ই আপনার ম্যাসেজ শিক্ষার প্রশিক্ষণক্ষেত্র হতে আপত্তি করবেন না।
২. নাচ
অনেকেই পা নাচাতে পারেন। কিন্তু সঠিক বা আকর্ষণীয়ভাবে কোনো নাচ নাচা সহজ কাজ নয়। আর এ কাজটি শিখতে হয় প্রফেশনালদের কাছ থেকেই। আপনার সঙ্গী যদি আগ্রহী হয়, তাহলে দুজনেও শিখতে পারেন কোনো রোমান্টিক নাচ।
৩. সঠিক উপহার কেনার দক্ষতা
সঙ্গীর জন্মদিনের জন্য সবচেয়ে ভালো উপহার কেনাটাও আপনার রোমান্টিক দক্ষতার একটি পরিচয় হতে পারে। আর এ জন্য আপনাকে যথেষ্ট চর্চা করতে হবে।
৪. বাজনা বাজানো শিখুন
নতুন কোনো বাজনা বাজানো শিখুন। এতে আপনার পাশাপাশি আনন্দিত হবে আপনার সঙ্গীও। এ জন্য প্রচুর সময় ও কষ্ট ব্যয় করতে হবে। কিন্তু রোমান্টিক পরিস্থিতিতে যখন এটি চমৎকার কোনো সময় তুলে ধরবে, তখন আপনার পরিশ্রম স্বার্থক হয়ে উঠবে।
৫. গান শিখুন
আপনার গানের গলা যদি হয় গান গাইবার উপযোগী তাহলে শিখে ফেলুন কয়েকটি গান। আপনার সঙ্গীর পছন্দের গানও রাখতে পারেন এ তালিকায়। আর এর সঙ্গে থাকতে হবে রোমান্টিক পরিস্থিতিতে উপস্থাপন করার মতো প্রস্তুতি।
৬. সঠিক প্রশংসা
কারো প্রশংসা করা অনেক সময় সহজ কাজ বলেই মনে হয়। কিন্তু এটি অনেকেই ভালোভাবে করতে পারে না। বিশেষ করে সঠিকভাবে প্রশংসা করা অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না। আপনি কী বলতে চাইছেন, তা অনুশীলন করা প্রয়োজন। অন্যথায় তা হিতে বিপরীত হতে পারে।
৭. রান্না
আপনার কোনো বিখ্যাত শেফ হতে হবে, এমন কোনো কথা নেই। কিন্তু অন্তত একপ্লেট মজার খাবার রান্নার মতো দক্ষতা থাকা প্রয়োজন। এ ছাড়া লক্ষ করুন, আপনার সঙ্গীর পছন্দের খাবার কোনটি। সে অনুযায়ী রেসিপি দেখে তার জন্য শিখে নিতে পারেন কোনো মজার খাবার বানানোর পদ্ধতি।
৮. কথা শুনুন
আপনার সঙ্গীর কথা শোনাও হতে পারে একটি রোমান্টিক আচরণ। এমনকি আপনি যদি ব্যস্ত থাকেন, অফিসে যাওয়ার সময় হয়ে যায়, তার পরেও সঙ্গীর কোনো গুরুত্বপূর্ণ কথা শোনার দরকার হতে পারে।
৯. চুম্বন
চুমু খাওয়া অনেকের কাছেই সহজ বিষয় মনে হতে পারে। কিন্তু জেনে রাখুন, বহু মানুষ চুমু খেতে দক্ষ, অনেকে অদক্ষ। আর এ দক্ষতার ওপর নির্ভর করে আপনি কতটা রোমান্টিক তাও। আর এ ক্ষেত্রে আপনার সঙ্গীর কাছ থেকে তার পছন্দ জেনে নেওয়ার বিকল্প নেই।
১০. লেখা
আপনাকে কোনো রোমান্টিক উপন্যাস কিংবা মহাকাব্য লেখা শিখতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু সঙ্গীকে উৎসর্গ করে একটি প্রেমপত্র কিংবা ছোট একটি অণুকবিতা লেখা হতে পারে আপনার রোমান্টিক মনের বহিঃপ্রকাশ। আপনি যদি এ ক্ষেত্রে অনভিজ্ঞ কিংবা আনাড়ি হন, সমস্যার কিছু নেই। অনুশীলনেই মিলতে পারে সমাধান।
১১. সাধারণ জ্ঞান
কথাবার্তা বলার জন্য কিছু সাধারণ জ্ঞান প্রয়োজন। এমনকি রোমান্টিক কথাবার্তা বলার জন্যও এটা প্রয়োজন। ধরুন আপনি কোনো আর্ট গ্যালারিতে গিয়েছেন, সেখানে থাকা ছবিগুলো সম্বন্ধে কিছু জ্ঞান থাকলে সময়টা ভালো কাটতে সহায়ক হবে।
১২. অ্যাস্ট্রোনমি
রাতের খোলা আকাশের নিচে যদি সঙ্গীর সঙ্গে সময় কাটাতে যান কোথাও তাহলে তারাগুলোই হতে পারে আপনাদের সঙ্গী। আর এ সময় আকাশের তারাগুলো সম্বন্ধে যদি কিছু জানা থাকে তাহলে রোমান্টিক পরিবেশে তা ইন্ধন জোগাবে। এ জন্য চিনে নিতে পারেন আকাশের কিছু তারার নাম ও পরিচয়।
১৩. খেরো খাতা বা স্ক্র্যাপবুক
খেরো খাতা তৈরি করার অভ্যাস হতে পারে আপনার রোমান্টিক মনের পরিচায়ক। আপনাদের দুজনের বিভিন্ন সময়ের ছবি, স্মরণীয় ভ্রমণ, প্রেমপত্র কিংবা কিছু ক্ষুদেবার্তা একত্র করে তৈরি করতে পারেন একটি রোমান্টিক খেরো খাতা। আপনার সঙ্গীকে উপহার দিতে পারেন দারুণ এ রোমান্টিক খাতাটি।
১৪. নতুন ভাষা শিখুন
আপনার সঙ্গীকে মুগ্ধ করে দিতে শিখে নিন ফ্রেঞ্চ কিংবা বিদেশি কোনো ভাষা। তবে সে ভাষায় কোনো কথা বলার পর তা আপনার সঙ্গীকে অনুবাদ করে শোনাতে ভুলবেন না।
১৫. জীবন উপভোগ
চারপাশের পৃথিবীকে উপভোগ নয় বরং ঘৃণা করে, এমন কোনো সঙ্গীকে নিশ্চয়ই কেউ পেতে চাইবে না। এ কারণে রোমান্টিকতার অন্যতম শর্ত চারপাশের প্রকৃতি ও পরিবেশকে ভালোবাসতে হবে। হাসিতে ভরিয়ে তুলতে হবে মুহূর্তগুলোকে। আর উপভোগ করতে শিখতে হবে জীবনকে।
সুত্র-কালের কণ্ঠ
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন