স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন আগে? এই নিয়ে এখন বিতর্ক দেখা যাচ্ছে, যেহেতু কোথায়ও নির্বাচিত কেহ নাই, ফলে এই বিতর্ক স্বাভাবিক। আমি নিজেও এই নিয়ে কিছু সময় চিন্তা করেছি, কোন নির্বাচন আগে হলে দেশ তথা জাতির মঙ্গল হয়! সমাধানে পৌছানো খুব একটা সহজ নয়। তবে স্থানীয় নির্বাচন একদম পরিস্কার হতেই হবে এবং এতে কোন দলের মার্কা থাকতে পারবে না, রাজনৈতিক দল গুলো এতে হাত দিতে পারবে না, এলাকার যোগ্য লোকে নির্বাচিত হবে এমন পরিবেশ দরকার।
যাই হোক, এখন আমাদের দেশের বর্তমান দুই প্রধান দলের ভিউ দেখলাম, তাতে বিএনপি কিছুতেই স্থানীয় নির্বাচন আগে চায় না, অবশ্য তাদের বুঝতেও খুব কষ্ট নয়, আগে জাতীয় নির্বাচন হলে পরে স্থানীয় নির্বাচনে তারা প্রভাব ফেলতে পারবে, ফলে পুরা সমাজ ব্যবস্থা তাদের পক্ষ হয়েই কাজ করবে। আর জামাত চায় আগে স্থানীয় নির্বাচন, এদেরও বুঝতে কষ্টকর নয়, স্থানীয় নির্বাচন আগে হলে তারা সাধারন মানুষের থেকে কিছু কিছু জায়গাতে নির্বাচিত হতে পারবে, পরে জাতীয় নির্বাচনে কিছু আসন পাবে!
দেশের অন্য প্রায় সকল দল এখন অকেজো, তেলের বাটি ধরা দল গুলো লীগের সাথে পচে গন্ধ ছড়াচ্ছে, তাদের মতামতের এখন কোন মুল্য নেই!
বর্তমান সরকারকে একটা সার্ভে করা উচিত, সাধারন মানুষ কোন নির্বাচন আগে চায় বা কোন নির্বাচন আগে হলে দেশের জন্য মঙ্গল। কিংবা উন্মুক্ত লাইভ বিতর্কে অনেকেই আনা যেতে পারে, ডাক্তার করিবাজ রাজনীতিবিদ সহ গ্রামের সাধারন মানুষকেও এই তর্কে আনা যায়, আমরা সবাই প্রকাশ্য তাদের যুক্তি শুনবো এবং ভেবে দেখবো, কোন নির্বাচন আগে হলে আমাদের সবার ভাল হয়!

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৩