সকালটা অন্য রকম হতে পারতো।
ঝুলে থাকা কুয়াশা রাতের স্বৈরাচারী শাসন শেষে
সকালটা মিষ্টি রোদের হাতে ছেড়ে দিতে পারতো।
সে রোদে আমরা অবগাহনে মেতে উঠতাম!
এই সকালটা মধুর হতো,
যদি ইনবক্সে জমা হত তোমার শুভবার্তা।
ফিরতি ক্ষুদে বার্তায় যদি রাতের দীর্ঘ নিরবতা ভেঙে বলতে পারতাম,
কি অদ্ভুত আবেশে ডুবে ছিলাম সারা রাত।
তুমি ছিলে আমার স্বপ্নে।
যেন মহাকাল আমরা পাশিপাশি।
তারপর হঠাৎ তুমি হারিয়ে গেলে।
আচ্ছা! কোথায় হারালে তুমি?
কত খুঁজেছি।
সবুজ চত্বরে, পেছানো সিঁড়িতে,
সারি সারি বসে থাকা তাদের ভিড়ে কোথাও নেই তুমি।
কোথায় লুকিয়ে ছিলে তুমি?
বিশ্বাস করো প্রিয়তমা, এই সকাল এতটা বিষন্ন হতো না যদি বলতে,
- " অবোধ যুবক, এইতো আমি"!