অ-জাগরীত স্নায়ুময় হতাহত হবে সভ্যতার সব দীক্ষা ।
জটিল সময় লিলিয়ান....জটিল !
দেখো চরাচরে ঘুম নেমে কাঁড়াকাড়ি,
তুমি আমি ছিঁড়ে নিতে চুল,
কিছু ভুল বাড়াবাড়ি !!
এইতো এখনি লুপ্ত জ্ঞানে আঁচরে পড়বে ঢেউ,মাটির উপরে মাটির দ্বৈত স্তুপ ।
নিজেকে নিজে করে দিবো খুন প্রমানহীন-
পরস্পরের লুকোনো অন্যায়ে ।
বুকের ভাংয়া মাঁচায় জট বেধে যৌথ যন্ত্রণার গড়াগড়ি ।
চৌকোণ ঐ বিছানার চাদরে পড়ে থাকবে কিছু উন্মাদ ভালোবাসার ফিংগার প্রিন্ট আঁরাআঁরি ।
মনে রেখো লিলিয়ান এরপর আমাকে,এই সময়টাকে...।