প্রতিবাদে আগুন , অধিকারের আগুন ।
কাঁধে কাঁধ মিলিয়ে ওরা রাজপথে ,
আজ যেন কোন বাঁধা মানবার অবসর নেই ,
নেই কারো হুকুম তালিমের ।
কোমল-মতিরা তখন বিদ্রোহী ।
মায়ের সম্মান বাঁচাতে - ওরা ঘর ছেড়েছিল , জমেছিল রাজ পথে ;
এসেছিলো কারো সন্তান ,কারো বাবা , করো ভাই আর বোন ।
অবশেষে ওরা যখন ভাষার আগুন ঝরাল কণ্ঠে !
সব বাঁধাকে তুচ্ছ করলো !
অন্যায় আবদার কে পায়ের তলায় পিষে দিলো ,
ঠিক তখন
ঠিক তখনই রক্ত ঝরেছিল ।
রাজ পথ রাঙিয়েছিল বাংলা মায়ের সন্তান ।
অধিকার নিয়ে ঘরে ফিরতে পারেনি , পারেনি মায়ের হাতে খাবার খেতে
বরং বাংলা মায়ের কোলে
চিরনিদ্রায় মগ্ন হয়েছিলো পরম নিশ্চিন্তে ।
রক্ত দিয়ে লিখে গেল ওরা - অ আ ক খ ।
আর তখনই সৃষ্টি হল অমর সঙ্গীত !
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ,
আমি কি ভুলিতে পারি"
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৯