মৌলিক লেখা টা এইখানে
০১. সিলিং ফ্যান ১ বছর আগে পরিষ্কার করেছি, সেদিন বাসায় গিয়ে দেখি ৩/৪ ভাগ ময়লা গায়েব। (নাগাল না পেয়ে ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে)
০২. লুঙ্গিটা খুইলা মাটিতে ফেলিনা। আলনা/বিছানার দিকে লক্ষ করে একটা আন্ডার আর্ম থ্রো করি । বাসায় ফিরে দেখি লুঙ্গিমশাই আলনায় পরিপাটি অবস্থায়
০৩. মশারী ছাড়া আমি ঘুমাতেই পারিনা
০৪. কয়, এইবার কিন্তু আমি ময়লা কাপড় ধুতে পারবো না, শুইন্যা মুচকি হাসি দিয়ে ময়লা কাপড় বালতিতে রেখে দিই। কয়েকদিন পরে ওয়্যারড্রব থেকে বের করে পরি
০৫. বিয়ার আগে উনার আম্মার বাসার নিচে দাড়ানোর প্রশ্নই আসে না গেলে বাসার ভিতরেই বসতাম, আর জামাই আদর কারে কয়
০৬.
কিছু কেনাকাটা করতে হবে
কবে?
তোমার সময় হবে কবে?
সামনের বৃহস্পতিবার?
ঠিকাচে
শাড়ী/কাপড়ের দোকানে....
দোকানদার যে দাম চায়, সেটা উনার আইডিয়ার সাথে মিলে না। ফলাফল আবার অন্য দোকান। একই ঘটনার পুনরাবৃত্তি....। আমি বলি তুমি দরদাম করোনা, শুধু পছন্দ করো, আমিই দেখতেছি কারন আমি আর হাটতে পারছিনা। ব্যস সেইদিনের মতো কেনাকাটা শেষ। পরিবেশ ঈষৎ গরম হইলেও মার্কেট থেকে বের হতে হতে কিছু একটা মিলে যায়। না মিললে বাইরে এসে এক ঠোঙা ঝালমুড়ি এবং আবার লুপ স্টার্ট ৬ :>
৭. কুসিরিয়াল/বেখবর দেখার অপসন ই নাই।(নো ডিস )
পুরাই ডিজিটাল। নাটক আর মুভি।ডাউনলোড করো আর দেখো । আর মাঝে ব্লগ পড়া
৮. সোফায় শোয়ার মজাই আলাদা। ত্য় এলোমেলো করিনা। ঝাড়ির মইধ্যে ভাইটামিন আছে
আফ-টপিকঃ ভালোই আছি কি বলেন?
সবই "হোম ইকোনোমিক্স" এর ইফেক্ট
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ রাত ৯:১৬