লালসালু ভাইয়ের নাকি দাত ভেঙ্গে গেছে



তাই নিচের লাইনগুলো তাকে সান্তনা দিয়ে উৎসর্গ করা হইল
হায় হায় কয় কি লালসালু
দাঁত ভেঙ্গেছে খাইতে ইতনা নরম আলু
ভাবছিলাম আপনে অনেক চালু
বানাতে চাইছিলাম আপনারে দু...র সম্পর্কের খালু
এখন দেখি সে গুড়ে বালু
শুনেছি আপনের কবতে নিয়ে ফকিরে ইলু
পড়েছে মহা ফ্যাসাদে, অবস্থা আলুথালু
চামচাগুলাও খাইছে লাথি ভালু
তাহার নাকি চুলকাচ্ছে হাতের তালু
চটকানা দিয়া উড়াইবে আপনার ঘিলু
সাবধানে থাইকেন ভাই লালসালু
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৪