সে অনেক অনেক অাগের কথা। এক দেশে থাকত এক অতি বুদ্ধিমতী মহিলা। তার অনেক গুলো ছেলে ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার ছেলেগুলোর সবাই ছিল কানা। কোন এক গোপন কারনে ঐ মহিলা তার ছেলেগুলোকে গোয়ালঘরের এক কোনে রাখতো। যেহেতু ছেলেগুলোর সবাই কানা ছিল, তাদেরকে একসাথে রাখতে ঐ মহিলাকে অনেক বেগ পেতে হতো। কিন্তু ঐ মহিলার ছিল অনেক বুদ্ধি। সে তার ছেলেদেরকে শিখিয়ে দিল তোরা যেখানে থাকবি সেখানেই মল ত্যাগ করবি। যা দেখে (গন্ধ শুকে) তারা তাদের আবাসস্থল চিনতে পারে। কিন্তু সেখানেও সমস্যা, গোয়ালঘরে থেকে আর ভুষি পাতা খেয়ে তাদের তাদের throughput interval ছিল অনেক বেশী। ফলে তারা তাদের নিজস্ব products এর স্বাদ গন্ধই মাঝে মাঝে ভুলে যেত। তাদের মধ্যে কেও যদি কষ্টে শিষ্টে কোন রকমে কিছু বের করতে পারতো সেটা নিয়ে অন্যদের সে কি মাতামাতি, যাক এর গন্ধেই আপাতত কয়েকদিন চলে যাবে। কিন্তু সেখানেও বাধলো বিপত্তি। একি জায়গায় থাকা, প্রায় একই খাওয়া দাওয়ার কারনে product identity নিয়া তাদের নিজেদের ভিতরেই সন্দেহের উদ্রেগ হতো। তারা তাদের মাকে কোন এক সময় জিজ্ঞাসা করেছিল, আচ্ছা মা গরু ছাগলের আউটপুটে গন্ধ এতো কম কিন্তু আমাদের আউটপুটে এতো গন্ধ হয় কেন? এইবার মহিলা পড়ল বিপদে। যেহেতু তার অনেক বুদ্ধি এই বলে সুনাম আছে এখন কি জবাব দেয়া যায়। অনেক চিন্তা করে ঐ মহিলা তার ছেলেদেরকে শেখালো যে যাদের আউটপুটে যত গন্ধ তারা তত জ্ঞাণী। সে উদাহরন দিল যেমন ছাগলের product এ গরুর product এর তুলনায় একটু বেশি গন্ধ, তারমানে ছাগল গরুর তুলনায় জ্ঞাণী। আর ছেলেদেরকে বলল তোমাদের product এ গরু ছাগলের তুলনায় অনেক বেশি গন্ধ, তাই তোমরা ছাগল গরুর তুলনায় জ্ঞাণী। এইবার এক ছেলে বলল তারমানে আমাদের মধ্যে যার product বেশি গন্ধ, সে বেশি জ্ঞাণী? বিজ্ঞ মহিলা মুচকি হেসে বললেন ঠিক তাই। তিনি আরো বললেন শুধু গন্ধ থাকলেই হবে না সেই সাথে সবাইকে চকচকে থাকতে হবে। তিনি উদাহরন দিলেন গরুদের তুলনায় ছাগলরা একটু বেশি চকচকে, কারন ছাগলেরা বেশি জ্ঞাণী। এই কথা শুনে ছেলেদের মধ্যে উৎসাহ আরো বেড়ে গেল। product এ যাদের গন্ধ কম তারা একটু বেশি করে তেল মেখে তাদের মায়ের কাছ থেকে জ্ঞাণী উপাধী পাবার আশায় থাকতো আর সারাদিন তাদের product এর গন্ধ বাড়ানোর গবেষনা করত।
আর তখন তারা সমগোত্রীয় কোন মানুষ ( যারা তাদের বিষ্ঠা লোকচক্ষুর আড়ালে রাখতো এবং তাদের ভাল জিনিসগুলো জনসমুক্ষে আনত ) দেখলেই মায়ের শেখানো কথামতো তাদের কে বলত "ছাগল"।
কারন কানাগুলো তো কেবল বিষ্ঠা দেখেই মানুষ চিনতে পারে
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০১