আপনারা অনেকেই হয়ত লক্ষ্য করে থাকবেন, ইদানিং পুরাতন সিমে বোনাসের একটা ধারা চালু হয়েছে, এই যেমন X মাস বন্ধ থাকা সিম চালু করলে Y টাকা বোনাস, আকর্ষনীয় কলরেট, এস. এম. এস. বোনাস আরো কতো কি। অফার দেখলে মনে হয় অপারেটররা আমাদের মামু, খালু লাগে, আহা কি মজা!, কিন্তু অফারের টোপ একবার গিললেই বুঝবেন মজা কাকে বলে..। ১ মাস পরেই সম্পর্ক মামু খালু থেকে (শ., চ., খা.) তে নামে আসবে নিশ্চিত। ১ মাস পরে কেন? এই খানেই আসল মজা। মামুরা ভাষার মারপ্যাচ দিয়ে বলবে ১ মাসে *** টাকা খরচ করলে পরের মাসে *** টাকা বোনাস।
তো মজাই মজা..., রিচার্জ কর, আর খরচ কর। যাকে জীবনেও কখনও কল করেন নাই তারে কল করবেন আর তিনি আপনার কল পেরে আকাশের দিকে তাকাবেন, দেখবেন মামা কোন দিকে উঠেছেন। .............
১ মাস পর...
যখন আপনি বাড়ীর বিভিন্ন লোকেশন থেকে অনেক অনেক নম্বর জোগাড় করে রেখেছেন, ভাবছেন ২০০%,৩০০% বোনাসের টাকা দিয়ে সবাইরে ফোন করবেন। কেও যেন আর কিপ্টা না বলতে পারে।

কর (কাস্টমার মার) কেয়ার এ ফোন, ১০/১৫ টাকা খারচ করে যা জানতে পারবেন তা শুনে আপনার নিজেকে মদন অফ দ্যা ডে




তাই যা করতে পারেন:
বিস্তারিত না জেনে কোন অফার এর টোপ গিলবেন না
যখনি কোন অফার আপনার মনে ধরবে, সেই অফার সমন্ধে অপারেটর এর সাইট থেকে বিস্তারিত জেনে নেবেন।
আর বিস্তারিত জানার পরে মনে হয় না আর নতুন কোন সমস্যায় পড়বেন
[আমি ঠিক জানিনা এটি প্রথম পাতায় কতক্ষন থাকে, " নুন খাই যার, গুন গাই তার " বলে একটা কথা আছে কি না]
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৯ দুপুর ২:৪১