আমরা এখন জমি চষছি ভাঙছি কাদা
ছেলে হয়ত চ্যাট করছে চিলেকোঠায়
ঘাম ঝরিয়ে আগাছাকে করব সাদা
ছেলের তাতে কি আসে আর কি এসে যায়
ছেলের কাঁধে নাঙল কি আর ভাবতে পারি
পড়ালেখায় আমি যে খুব ছিলাম কাঁচা
সাত-সমুদ্র ওর জন্য দেব পাড়ি
ওর সুখেতেই বুড়োবুড়ির এমন বাঁচা
স্বপ্ন দেখি দুয়ারে আমার থামবে গাড়ি
নামবে আমার খোকন সোনা হাসিমুখে
আমরা দুজন তাকে নিয়ে কাড়াকাড়ি
সেই স্বপ্নে কাজ করি ভাই সুখে দুখে।