ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখি
হ্যা, আমিই। স্বপ্ন দেখি।
পাবলিক বাসের ময়লা সিটে বসে, উদাস মনে,
ভাঙা জানালায়, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি।
ক্লান্ত তনু এলিয়ে দিয়ে, নিথর দেহ,
মরার মতো স্বপ্ন দেখি।
দালান-কোঠার ফাঁক দিয়ে
এক চিলতে আলো খুজি। হ্যা, স্বপ্ন দেখি। স্বপ্ন।
ব্যর্থ প্রেমের মহানায়ক আমি
প্রেয়সীর অভিমান অশ্রুজলে স্বপ্ন দেখি।
জীবনযুদ্ধে হার না মানা পথিক আমি,
স্বপ্ন দেখি, নিত্যনতুন স্বপ্ন দেখি। স্বপ্ন বুনি।