অঙ্ক কিংবা ধাঁধা যাই বলেন না কেন!!! খুব সামান্য হলে ও এই বহুল প্রচলিত অঙ্কটি আপনাকে একটু পীড়া দিবে।
তাইলে ready হইয়া যান answer দেওয়ার জন্য


মনে করুন আপনার ৩ জন জেলে বন্ধু আবুল, কাবুল এবং মকবুল মাছ ধরতে গেছে। অল্প সংখ্যক মাছ ধরার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং তারা ঘুমিয়ে পড়ল।
১ ঘণ্টা পর আবুল ঘুম থেকে উঠে পড়ল। সে দেখল কাবুল এবং মকবুল ঘুমাচ্ছে। আবুল ভাবল ,আমার বাকি বন্ধুরা ঘুমাক
আমি আমার মাছ নিয়া চলে যাই।
আবুল সব মাছ সমান ৩ ভাগ করে দেখল, ২ টা মাছ বেশী। সে ওই ২ টা মাছ ফেলে দিল। তারপর ২ ঘণ্টা পর কাবুলের ঘুম ভাঙল। সে ভাবল আবুল মনে হয় ঘুরতে গেছে, আর মকবুল তো ঘুমাচ্ছে। আমি আমার মাছ নিয়া চলে যাই। then কাবুল সব মাছ সমান ৩ ভাগ করে দেখল, ২ টা মাছ বেশী। সে ওই ২ টা মাছ ফেলে দিল।
এর পর উঠল মকবুল। সে ভাবল বাকি ২ জন ঘুরতে গেছে। আমি আমার মাছ নিয়া চলে যাই।
মকবুল সব মাছ সমান ৩ ভাগ করে দেখল, ২ টা মাছ বেশী। সে ওই ২ টা মাছ ফেলে দিল।
।
,
এইবার বলেন, ওই ৩ বন্ধু সর্বনিম্ন কতটা মাছ ধরেছিল????? এবং ক কয়টা মাছ নিয়া বাড়ী গেছিল?
i reapet সর্বনিম্ন সংখ্যা বলতে হবে।
বি দ্র : মাছ গুলা ইলিশ ছিল



সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭