আমি গতকাল "দাম্পত্য জীবন, অজ্ঞতা ও পরিণাম (ভাইদের জন্য অবশ্যই পাঠ্য)" শিরোনামে একটা লিখা ব্লগে প্রকাশ করি। কিন্তু আজকে আমার লিখাটি ব্লগ কর্তৃপক্ষ সরিয়ে ফেলে। কারন হিসেবে তারা বলেছে যে,
"dear blogger, your post (দাম্পত্য জীবন, অজ্ঞতা ও পরিণাম (ভাইদের জন্য অবশ্যই পাঠ্য)) have been kept in your blog as draft due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog. 2c. if we see too many post about the same topic we may remove some or all of them in order to maintain diversity on the front page. ২গ. প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি । regards, somewherein blog team. "
আমি গ্রুপে এই বিষয়ে অন্য কোন পোস্ট দেখিনি; এমনকি এই মাত্র খোজার পরও। আমি সামুর কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। সামুর কর্তৃপক্ষের মনে রাখা উচিত আমাদের জন্য সামু, সামুর জন্য আমরা না।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১