বাংলাদেশ যখন কোন বড় দলকে হারায় তখন আমি সেই দলের ফেসবুক পেজে তাদের সমর্থকদের কমেন্ট গুলো পড়ি।এটা এক প্রকার মজা আমার কাছে। বিশেষ করে গত এশিয়া কাপের আগের এশিয়া কাপে ইন্ডিয়া এবং শ্রীলংকাকে হারানোর পর দেখিছিলাম যে এই উপমহাদেশের সমর্থকরা নিজের দেশের হার তো সহ্য করতে পারেই না উল্টো প্রতিপক্ষকে ছোট করার সবদিক দিয়ে চেষ্টা করে। গতদুই ম্যাচের পরও ইন্ডিয়ার পেজগুলোতে কমেন্টগুলো পড়েছিলাম। কিন্তু তাদের সমর্থকদের চেয়ে আমাদের সমর্থকদের কমেন্টই বেশি। তবে আমাদের অতি উৎসাহী সমর্থকদের অশ্লীল ও নোংরা কমেন্টগুলো পড়ে নিজেরই খারাপ লেগেছে। যেখানে আমাদের ক্রিকেট দল আমাদের সম্মানিত করছে সেখানেই এই আবাল গুলোর কমেন্ট গুলোর কারনে আমাদের ভাব-মূর্তি যা আছে তাও যাচ্ছে
গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের জয়ের পরও ইংল্যান্ডের পেজেও টু মারি এবং তাদের সমর্থকদের কমেন্টগুলো পড়ি। তাদের সমর্থকরা নিজের দেশের এমন পরাজয়ে স্বভাবত হতাশ ছিল তবে তারা তাদের প্রতিপক্ষকে ছোট করেনি। বরং আমাদের অতি উৎসাহী সমর্থক দেখানে গিয়া উল্টাপালটা কমেন্ট করতে থাকে; যা ছিল লজ্জাজনক। এছাড়াও জয়ের পর অনেকে অনেক ট্রোল বের করে যেগুলোতে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করা হয়। অস্ট্রেলিয়া ৫ বার বিশ্বকাপ জয় করেছে। বড় বড় কথা তাদের সমর্থকদের মানায় কিন্তু দেখেছেন তাদের দেশের মানুষদের এমন উল্টা পালটা কমেন্ট করতে?
ইন্ডিয়া হেয় প্রতিপন্ন করে অ্যাড দিয়েছিল, বা কোয়ার্টর ফাইনালে তারা আম্পায়রদের ডিসিশন প্রভাবিত করে কিংবা তারা আমাদের নিয়ে কটু কথা বলেছে; এই সবকিছুর পরও আমাদের উচিত আনন্দে পরিমিতবোধ আনা।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ ভোর ৪:০৭