এর নাম জীবন নাকি ? আগে জানলে েতা জীবেনর শুরুতেই জীবেনর মান টা পরিবর্তন করে নিতাম . খুব বেশী হিসেব কষছিলাম ..এখনো কষি ...হয়তবা বাকি সময়টুকুতেও কইষাই যাইেত হবে । যা সবাই খুব সাধারন ভাবে পায় সেখানে আমার সাধারন ভাবে পাবার আশা করা অন্যায় তাই না ? মাইনা নিলাম আমার অন্যায় । আমাকে তো আবার সবকিছু সংগ্রাম করে নিতে হবে , মিনতি করে পেতে হবে, করুনার পাত্রে অর্জন করতে হবে ..তাই না?...মাইনা নিলাম ..কি করবো তোমার গোলামলাম যে..
নিশিতে যখন নিদ্রা যাই তার আগে েতামার পানে চাইয়া কত কথাই না তোমারে শুধাই....এছারা আর কাউরে পাই না ..সবাই খুব ব্যস্ত...কারো সময় নাই সব সময় আমােক একাই দিয়া রাখছো...তাই তোমারে একটু নিশিতে জালাই ...তুমি তো আবার রাগ করো না ?...আিম জানি রাগ তুমি করো না ..কারন তুমি েয সবকিছুর মালিক।
আমার উপর দিয়া ভালোই বজ্রপাত ঘটাইছো ..কিন্তু তাও অভিেযাগ করা যাবে না করিও না....একটা জিনিস আজ চাইবো তোমার কাছে আমার ধৈর্য ক্ষমতা টা বাড়ায় দাও ..সব সইতে পারি দু:খ হৃদয়ে ..হাসি মুখে পারবো না ...এত ত্যাগ স্বীকার করা আমার পক্ষে হজম করা সম্ভব না ।