কেবল আজই পথচলা শুরু হল দেশের ভবিষ্যৎ সম্ভাব্য বৃহত্তম ব্লগ কম্যুনিটি প্রথম আলো ব্লগের । অথচ এরই মধ্যে এন্টি সুশীল গ্রুপ তাদের সম্ভাব্য বিষোদ্গারের সবটুকু বিষ ঢেলে দিতে উঠে পড়ে লেগেছেন। আজ সকাল থেকে তাদের উত্তেজিত ভাব চোখে পড়ার মত দৃষ্টিকটু। যেখানে সামু ব্লগের বস আরিল কাকু সবার আগেই তার সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দি প্রথম আলো ব্লগকে বিগ ওয়েলকাম জানিয়ে পোষ্ট দিয়েছেন, সেখানে এন্টি সুশীল গং-এর প্রানান্তকর আর্তচিৎকারে মনেহচ্ছে, "মা থেকে মাসি'র দরদ বেশী"--টাইপ প্রবাদ বাক্যগুলোর স্বার্থকতা ফিরে আসে যুগে যুগে। আরেকটা বেপার লক্ষনীয়, "যদেখতে নাই, তার চলন বাঁকা"। স্বাভাবিকভাবেই প্রথমআলো ব্লগের মত একটা শীর্ষস্থানীয় ব্লগিং সাইটের একটা পরিচ্ছন্ন নীতিমালা থাকা বাঞ্ছনীয়, ব্লগ কর্তৃপক্ষের যত্নবান হোমওয়ার্কের মাধ্যমে তারা শুরুতেই একটা পরিচ্ছন্ন নীতিমালাসামনে তুলে ধরেছেন, অথচ সামহয়ারের অ-সুশীল গ্রুপ সেখানে চিরুনি খোজা করে খুঁত খুজে বের করতে ব্যাস্ত। যদিও তাদের এই উলুবনে মুক্তো ছড়ানো শতভাগ ব্যার্থ-ই হয়েছে, বলতে হবে। যেন এই ভয়ঙ্কর গ্রুপটিকে সামু এবং নজিরবিহীন নো-মডারেশনের আমু ব্লগের মত উদ্দাম গালিবাজির লাইসেন্স না দেওয়াতে প্রথম আলো ব্লগ একটা বিরাট অপরাধ করে ফেলেছে। অথচ এই স্বৈরাচারী গ্রুপটার জন্য একসময়ের সবচেয়ে প্রাণবন্ত ব্লগসাইট সামহয়ারের জনপ্রিয়তা এখন নিম্নমুখী।
পরিশেষে,বলতে চাই, জয় তু প্রথম আলো ব্লগ,এগিয়ে যাও তোমার আপন গতিতে।