তোমায় ভেবে ভেবে কাটিয়ে দিচ্ছি দিন। হঠাৎ হঠাৎ মনে হয়, তুমি বুঝি চলে এসেছো! দরজার কাছে গিয়ে মন খারাপ করে ফিরে আসি বারবার। বাসা থেকে বের হতে ইচ্ছে করে না একটুকুও। শুক্রবারের নামাজ থেকে ফিরে বাসায় এসে কী যে কষ্ট হয়! দরজা খুলে মনে হয় তোমাকে দেখতে পাব, তুমি ছুটে এসে গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করবে, কেন এত দেরি হল?

"সারাদিন তোমায় ভেবে, হল না আমার কোনো কাজ,
হল না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ!
সারাদিন গাছের ছায়ায় উদাসী দুপুর কেটেছে,
যা শুনে ভেবেছি এসেছো, সে শুধু পাতারই আওয়াজ।

হাওয়া'রা হঠাৎ এসে জানালো, তুমি তো আমার কাছে আসবে না,
এক হৃদয় হয়ে ভাসবে না!
তবে কি একাই থাকব? তবে কি আমার কেউ নেই?
সারাদিন যেমন কেটেছে, তেমনই কি যাবে গো সাঁঝ?
সারাদিন তোমায় ভেবে, হল না আমার কোনো কাজ,
হল না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ!"
লিঙ্ক-->
Click This Link